ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এবার ১৭ হাজারের বেশি লোককে হজে পাঠানো হবে ॥ ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৯:২৯, ২৬ জানুয়ারি ২০২০

এবার ১৭ হাজারের বেশি লোককে হজে পাঠানো হবে ॥ ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৫ জানুয়ারি ॥ ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, এ বছর সারাদেশ থেকে ১৭ হাজারেরও বেশি লোক পাঠানো হবে। বড় বড় রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, দেখা হবে কাদের হজ ভাল হয়। শনিবার দুপুরে গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও ওলামা-মাশায়েখদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিমিয় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, সরকারী ব্যবস্থাপনায় যারা হজে যান তারা অনেক সুযোগ-সুবিধার মধ্য দিয়ে হজ্জ্ব পালন করতে পারেন, কারণ সরকারী পর্যায়ে কোন দালাল থাকে না। যারা বেসরকারী ব্যবস্থাপনায় হজে যান, তাদেরকে কষ্ট ও কান্না করতে করতে দেশে ফিরতে হয়। তাই তিনি দালালদের খপ্পরে না পড়ার আহ্বান জানান। গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ রুহুল আমীন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আসলাম খান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুজ্জামান সিকদার, গোপালগঞ্জ ইসলামিক ফাইন্ডেশনের উপ-পরিচালক আবু ওবায়দা মোঃ মাস-উ-দুল হক, কাজুলিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আবুল কালাম প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ যাকাতের টাকায় পরিচালিত সেলাই প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৯ প্রশিক্ষণার্থীকে ৯টি সেলাই মেশিন এবং মসজিদভিত্তিক বিভিন্ন পাঠাগারে ১৪টি আলমিরা প্রদান করেন।
×