ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুজিববর্ষ পালনের সুযোগ বাঙালীর জীবনে বড়ই সৌভাগ্যের ॥ নাসিম

প্রকাশিত: ০৯:২৯, ২৬ জানুয়ারি ২০২০

মুজিববর্ষ পালনের সুযোগ বাঙালীর জীবনে বড়ই সৌভাগ্যের ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, মুজিববর্ষে অনুষ্ঠিত সিটি নির্বাচনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। স্বাধীনতার পক্ষের শক্তি মুজিব ভক্তরা কখনও পরাজিত হতে পারে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নিরপেক্ষ নির্বাচনের নজির রয়েছে মন্তব্য করে তিনি বলেছেন, চাপাইনবাবগঞ্জে এবং বগুড়ার দুপচাচিয়ায় দুইটি পৌর নির্বাচনে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছে। তাহলে আওয়ামী লীগ যদি নিরপেক্ষ নির্বাচন না করত বিএনপি কিভাবে বিজয়ী হয় প্রশ্ন রেখে তিনি বলেন, আসলে হারলে কারচুপি আর জিতলে নিরপেক্ষ নির্বাচন এটাই বিএনপির অভ্যাস ও চিরাচরিত অভিযোগ। তিনি শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। তিনি বলেছেন, মুজিববর্ষ পালনের সুযোগ আমাদের জীবনে, একজন বাঙালীর জীবনে বড়ই সৌভাগ্যের, বড় পাওয়া। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে জাতি সেই সুযোগ পেয়েছে। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি, তানভীর ইমাম এমপি, সাবেক এমপি ম.ম আমজাদ হোসেন মিলন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য, এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, এ্যাডভোকেট বিমল কুমার দাস, হাজী ইসহাক আলী, এ্যাডভোকেট আব্দুর রহমান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাহী কমিটির সভায় মোহাম্মদ নাসিম বলেন, সিটি নির্বাচন স্থানীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগও বিএনপিসহ অন্যান্য দলের অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। যেহেতেু বিশ্বের বিভিন্ন দেশে বিজ্ঞানসম্মত পদ্ধতি ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে সেই হেতু জাতীয় পর্যায় কিছু কিছু এলাকা এ পদ্ধতিতে নির্বাচনে অংশ নিয়ে বিএনপি অনেকস্থানে বিজয় লাভ করেছে। অথচ সিটি নির্বাচনে তারা ইভিএম পদ্ধতির বিরোধিতা করছেন। আসলে তারা নির্বাচনে আগেই পরাজিত হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে। সভায় আগামী ফেব্রুয়ারি মাস থেকে দলের তৃণমূলের সম্মেলন সম্পন্ন করা সিদ্ধান্ত নেয় হয়। এজন্য জেলার সিনিয়র নেতাদের সমন্ব^য়ে ৮টি টিম গঠন করা হয়েছে।
×