ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আসছে শিল্পী সোহেলের এ্যালবাম

প্রকাশিত: ০৯:১৯, ২৬ জানুয়ারি ২০২০

আসছে শিল্পী সোহেলের এ্যালবাম

সংস্কৃতি ডেস্ক ॥ নবাগত কণ্ঠশিল্পী শিবচরের সোহেল সম্প্রতি নিজের গাওয়া ১০টি গান নিয়ে ‘আমার ভালবাসার মাহিয়া’ শিরোনামের একটি এ্যালবাম প্রকাশ করেছেন। শিল্পী সোহেলের নিজস্ব ইউটিউব চ্যানেলে এ্যালবামের গানগুলো অবমুক্ত করা হয়েছে। উচ্চ মাধ্যমিকে পড়াকালীন শিল্পী মনির খানের কণ্ঠে অঞ্জনার গান শুনে শিবচরের সোহেলের মনে শিল্পী হওয়ার বাসনা জাগে। আর সেই স্বপ্ন পূরণ করতেই ওস্তাদ অর্জুন কুমার বিশ্বাসের কাছে নিজের লেখা গানগুলো দিয়েছিলেন। পরবর্তীতে সোহেল- প্রতীক হাসান, ন্যান্সিসহ জনপ্রিয় শিল্পী, চলচ্চিত্র ও এ্যালবামের গানে গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন। সম্প্রতি তিনি ‘আমার ভালবাসার মাহিয়া’ এ্যালবামের মাধ্যমে একজন কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। শিবচরের সোহেলের বাস্তব জীবনে ঘটে যাওয়া এক অন্যরকম ভালবাসার গল্প থেকে জন্ম নেয়া এই এ্যালবামের প্রতিটি গানই দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশাবাদী তিনি। ‘আমার ভালবাসার মাহিয়া’ এ্যালবাম প্রসঙ্গে সোহেল বলেন, গ্রামের একটি মেয়ে, যার সঙ্গে শিল্পী মনির খানের অঞ্জনার মতো সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্কের টানে দু’জন দু’জনকে নিয়ে জীবনের অনেক স্বপ্ন নিয়ে ঘর সাজাই। পরে তার পরিবারের জন্য আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। সেই বিরহে মনের না বলা কথাগুলো গানের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি গানগুলো সবার ভাল লাগবে।
×