ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় চার সাহিত্যিককে জলসিঁড়ি সম্মাননা প্রদান

প্রকাশিত: ০৯:১৮, ২৬ জানুয়ারি ২০২০

নেত্রকোনায় চার সাহিত্যিককে জলসিঁড়ি সম্মাননা প্রদান

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ জেলার দুর্গাপুর উপজেলার গাভিনা গ্রামে প্রতিষ্ঠিত জলসিঁড়ি পাঠকেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার চার কবি-সাহিত্যিককে জলসিঁড়ি সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননাপ্রাপ্তরা হলেন কবি ড. তরুণ কান্তি শিকদার (অতিরিক্ত সচিব), প্রাবন্ধিক অধ্যাপক বিধান মিত্র, গল্পকার দীলতাজ রহমান এবং সাংবাদিক ও লেখক ইশরাত জাহান ঊর্মি। পাঠকেন্দ্রটির ৭ বছর পূর্তি উৎসব উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়। বিকেল ৩টায় ৭ বছর পূর্তি উৎসবের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব অর্ধেন্দু শেখর রায়। এরপর সম্মাননাপ্রাপ্ত ৪ গুণীজনের হাতে ক্রেস্ট ও মানপত্র তুলে দেয়া হয়। জলসিঁড়ি পাঠকেন্দ্রের সভাপতি এ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত ৪ গুণী ছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, সুসং সরকারী কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম, সংস্কৃতিকর্মী জেসমিন আক্তার, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম ও আল-আমিন প্রমুখ।
×