ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরকতুল্লাহ ডিগ্রী কলেজ জাতীয়করণ দাবি

প্রকাশিত: ০৯:১৪, ২৬ জানুয়ারি ২০২০

বরকতুল্লাহ ডিগ্রী কলেজ জাতীয়করণ দাবি

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, ২৫ জানুয়ারি ॥ সিরাজগঞ্জের শাহজাদপুর ঘোরশাল বরকতুল্লাহ ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষক ও ছাত্র/ছাত্রী মানববন্ধন কর্মসূচী পালন করে। এরপর কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে। জানা গেছে, কলেজটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় বাংলার সাহিত্যিক বরকতুল্লাহর নামে নামকরণ করা হয়। ১৯৯৮ সালে ডিগ্রী শাখা এমপিওভুক্ত হয়। অত্র কলেজের বর্তমান ছাত্র/ছাত্রীর সংখ্যা প্রায় ৭শ’। শিক্ষক/শিক্ষিকা ৩৭ জন ও ৪র্থ শ্রেণীর কর্মচারী পিওনসহ ১৪ জন। অধ্যক্ষ তাহসীন হোসেন জানান, কলেজটি সরকারী করণের জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর আবেদন করেও কোন কার্যকরী পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। এ প্রেক্ষিতেই কলেজের শিক্ষকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলো জাদিমুরা ব্রিটিশপাড়ার ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মিনজু আহমদের ছেলে মোঃ রহিম ও জাদিমুরা পূর্বপাড়ার আব্দুল শুক্কুরের ছেলে মোঃ জুবাইর। শুক্রবার রাতে জাদিমুরা থেকে তাদের ইয়াবাসহ আটক করা হয় বলে জানায় র‌্যাব।
×