ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভাঙ্গনরোধে ফেলা জিও ব্যাগ থেকে বালু লুট

প্রকাশিত: ০৯:১৪, ২৬ জানুয়ারি ২০২০

ভাঙ্গনরোধে ফেলা জিও ব্যাগ থেকে বালু লুট

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কীর্তনখোলা নদীর ভাঙ্গন থেকে তীর রক্ষায় সরকারীভাবে ফেলা জিও ব্যাগ থেকে প্রকাশ্যে বালু লুট করে নিচ্ছে একটি চক্র। সরিয়ে নেয়া বালু অন্যত্র বিক্রি করারও অভিযোগ উঠেছে চক্রটির বিরুদ্ধে। বিষয়টি দেখার যেন কেউ নেই। শনিবার সকালে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত নই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে যদি এমন কিছু হয়ে থাকে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে, নগরীর বেলতলার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে চরবাড়িয়ার প্রায় শেষ সীমানা পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলাকায় নদীভাঙ্গন প্রতিরোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। সে কাজের অংশ হিসেবে বেলতলা খেয়াঘাট সংলগ্ন নদীর তীরবর্তী স্থানে ফেলা হয়েছে জিও ব্যাগ। সম্প্রতি স্থানীয় কয়েকজন জিও ব্যাগ থেকে বালু বের করে তা অন্য বস্তায় ভর্তি করে বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছে। বাসিন্দারা জানান, বৃহস্পতিবার বিকেল থেকে বেলতলা খেয়াঘাট সংলগ্ন এলাকায় পারভেজ নামের এক ব্যক্তি জিও ব্যাগ থেকে বালু তুলে সিমেন্টের বস্তা ভর্তি করে নিচ্ছেন। পারভেজ স্থানীয়ভাবে বালু ব্যবসার সঙ্গে জড়িত। পারভেজ বলেন, আমার হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজতেই জিও ব্যাগ থেকে বালু বের করেছি।
×