ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নান্দাইলে লটারিতে নাম ওঠা কৃষকের খোঁজে গ্রাম পুলিশ

প্রকাশিত: ০৯:০৯, ২৬ জানুয়ারি ২০২০

নান্দাইলে লটারিতে নাম ওঠা কৃষকের খোঁজে গ্রাম পুলিশ

সংবাদদাতা, নান্দাইল, ২৫ জানুয়ারি ॥ উপজেলায় চলতি আমন ধান সংগ্রহ অভিযানে লটারিতে বাছাই করে কৃষকদের কাছ থেকে দুই হাজার ২৮৯ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও শনিবার পর্যন্ত মাত্র ১৭৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা সম্ভব হয়েছে। ধান সংগ্রহ অভিযানে কৃষকের সাড়া না মিলায় লটারিতে নাম উঠা কৃষকের খোঁজে বের হয়েছে গ্রাম পুলিশ সদস্যরা। উপজেলার কয়েকটি গ্রামের প্রায় ২০ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত বোরো মৌসুমে সরকারীভাবে ধান সংগ্রহ অভিযানের খবর যেভাবে জানাজানি হয়েছে চলতি আমন সংগ্রহ অভিযানে সেভাবে জানানো হয়নি। এছাড়া যেসব কৃষকদের নাম লটারির জন্য দেয়া হয়েছে তাদের বেশিরভাগ আমন আবাদ করেননি। ফলে নাম তালিকায় উঠলেও অনেক কৃষকের কাছে ধান নেই। উপজেলা খাদ্য বিভাগের দুটি খাদ্যগুদামে গিয়ে দেখা যায়, কৃষকের কোন উপস্থিতি নেই। পাছ মুশুলী গ্রামের আবুল বাশার বলেন, লটারিতে বাছাইয়ে তার নাম উঠার কথা তিনি জানতেন না। পাড়ার গ্রামপুলিশ সদস্যের মাধ্যমে সেটা জানতে পেরেছেন। তার নাতি রঙ্গু মিয়ার নাম উঠলেও রঙ্গু আমন আবাদ করেননি। উপজেলার ৭-৮ জন গ্রাম পুলিশ জানায় তালিকা হাতে পেয়ে কৃষকের খোঁজে বের হয়েছেন। তালিকা দেখে দেখে কৃষকের বাড়িতে যাচ্ছেন। তবে বেশিরভাগ কৃষকের ঘরে এখন ধান নেই। পীরগঞ্জে পোল্ট্রি ফার্মের গোডাউনে অগ্নিকাণ্ড সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২৫ জানুয়ারি ॥ পীরগঞ্জ উপজেলার সরকারী কলেজ হোস্টেলের পূর্ব পার্শ্বে একটি ফার্মে শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর আনোয়ারা পোল্ট্রিফার্মের গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে বিভিন্ন ধরনের মালামাল পুড়ে গেছে। জমি সংক্রান্ত বিরোধের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে নিশান জানান।
×