ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংক্ষিপ্ত খবর

প্রকাশিত: ০৯:০৬, ২৬ জানুয়ারি ২০২০

সংক্ষিপ্ত খবর

ভারত যাচ্ছেন ট্রাম্প আগামী মাসে ভারত ও পাকিস্তান সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কথা পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছিল। তবে শুক্রবার পাক পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে- ভারত সফর নিশ্চিত করলেও ট্রাম্প পাকিস্তানে সফরে আসছেন না। নতুন বছরের শুভেচ্ছা জানাতে চলতি মাসের শুরুর দিকে ট্রাম্পকে ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি তখন ট্রাম্পকে ভারত সফরের আমন্ত্রণ জানান। ট্রাম্পও জানান, আগামী নবেম্বরে মার্কিন প্রেসিডেন্টের পদপ্রার্থী হিসেবে ভোটের আগেই তিনি ভারতে যাবেন। তখন মোদি ২৬ জানুয়ারির অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান ট্রাম্পকে। কিন্তু তা সম্ভব হবে না বলেই জানিয়েছেন ট্রাম্প। গত বছরও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতের তরফ থেকে মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হলেও আসতে পারেননি তিনি। সেই সময়েই রাজ্য ইউনিয়নের ভাষণের দিন পড়ে যাওয়ায় আমন্ত্রণ রক্ষা করতে অপারগ হন ডোনাল্ড ট্রাম্প। চলতি বছর ফেব্রুয়ারি কথা জানানো হয় ওয়াশিংটনের পক্ষ থেকে। -ডন ও টাইমস অব ইন্ডিয়া বিমানবন্দরের একাংশ বিধ্বস্ত ভারতের ওড়িশার ভুবনেশ্বর বিমানবন্দরের একাংশ আকস্মিকভাবে ভেঙ্গে পড়েছে। শুক্রবার রাতে ১১টা বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের ১ ও ২ নম্বর টার্মিনালের সংযোগকারী নির্মীয়মাণ ছাদটি ভেঙ্গে পড়ে। ওই দুর্ঘটনায় একজন মারা গেছেন। গুরুতর আহত একজনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। শুক্রবার রাতে আচমকা ভুবনেশ্বর বিমানবন্দরে পড়লে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। এক নম্বর টার্মিনাল এবং দুই নম্বর টার্মিনাল সংযুক্তকারী নির্মীয়মাণ ছাদটি ভেঙ্গে পড়ে। -এনডিটিভি বাদশাহর মূল্যবান সামগ্রী চুরি মরক্কোর বাদশা ষষ্ঠ মোহাম্মেদের কিছু দামী ঘড়ি ও অন্যান্য অলঙ্কার চুরির দায়ে ১৫ ব্যক্তির বিচার শুরু হয়েছে। সন্দেহভাজন ওই ১৫ ব্যক্তি একটি গ্যাংয়ের সদস্য বলে ধারণা করা হচ্ছে। গত মাসে তারা মারাকেসের রাজপ্রাসাদে ঢুকে এসব সামগ্রী চুরি করে। শুক্রবার তাদের রাজধানী রাবাতের একটি আদালতে হাজির করা হয়। সন্দেহভাজন ওই প্রাসাদেরই ৪৬ বছরের এক নারী কর্মী। এ চুরির ঘটনায় প্রাসাদেরই বেশ কিছু নিরাপত্তা কর্মী ও মরক্কোর কিছু অলঙ্কার প্রস্তুতকারী তাকে সাহায্য করেছে। চুরির ওই মূল হোতা দোষ স্বীকার করেছে। -আলজাজিরা ‘ইরানীরা বেশি ইহুদীবিদ্বেষী’ ইরান বিশ্বের সবেচেয়ে বেশি ইহুদীবিদ্বেষী বলে মন্তব্য করেছেন ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরাইলে আশউইটজ কনসেন্ট্রেশন ক্যাম্পের মুক্তির ৭৫তম বার্ষিকীতে বিশ্ব নেতাদের সামনে দেয়া বক্তৃতায় তিনি এমন দাবি করেন। বুধবার জেরুজালেমে বিশ্ব হলোকাস্ট ফোরামে নেতানিয়াহু বলেন, বিশ্বে আর কোন হলোকাস্টের ঘটনা ঘটবে না। নেতানিয়াহু বলেন, বিশ্বের সবচেয়ে বড় ইহুদীবিদ্বেষী সরকারের বিরুদ্ধে আমরা এখন পর্যন্ত কোন ঐক্যবদ্ধ ও দৃঢ় দৃষ্টিভঙ্গী দেখতে পাচ্ছি না। ইরান প্রকাশ্যে পরমাণু অস্ত্র তৈরি করতে চাচ্ছে এবং একমাত্র ইহুদী রাষ্ট্রটিকে বিশ্বের বুক থেকে মুছে ফেলতে চাচ্ছে। -মেল অনলাইন কাশ্মীরে ৬ মাস পর ... ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। শনিবার থেকে সেখানে টু-জি সেবা চালু হয়। তবে কেন্দ্রশাসিত ওই অঞ্চলে ইন্টারনেট চালু হলেও কিছু নিষেধাজ্ঞা এখনও বহাল থাকবে। সেখানে কেবল ‘তালিকাভুক্ত’ ওয়বসাইটগুলোরই ইন্টারনেট এ্যাক্সেস থাকবে। গুজব বা উস্কানিমূলক বার্তা ছড়ানো প্রতিরোধ করতে আপাতত সব সামাজিক যোগাযোগ মাধ্যম কাশ্মীরের বাসিন্দাদের জন্যে বন্ধ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। শুক্রবার সরকারী এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট সংযোগ চালু হলেও আপাতত টু-জি পরিষেবাই পাওয়া যাবে সেখানে। পোস্টপেইড মোবাইলের পাশাপাশি প্রিপেইড সিম কার্ডেও ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। এই নির্দেশনা ২০২০ সালের ২৫ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে। বিধিনিষেধ তুলে নেয়ার এই সিদ্ধান্ত আগামী ৩১ জানুয়ারি আবারও পর্যালোচনা করবে কর্তৃপক্ষ। -কাশ্মীর টাইমস প্রতিদিন ৯৫টি হত্যাকাণ্ড মেক্সিকোতে হত্যার ঘটনা রেকর্ড ছুঁয়েছে। প্রতিদিন গড়ে ৯৫ জন হত্যাকা-ের শিকার হচ্ছে। প্রতি ১৫ মিনিটে একজন মানুষকে হত্যা করা হচ্ছে। সরকারী তথ্য অনুযায়ী, ২০১৯ সালে দেশটিতে ৩৪ হাজার ৫৮২ জনকে হত্যা করা হয়েছে। ১৯৯৭ সালের পর এটাই সর্বোচ্চ। হত্যার ঘটনার আধিক্যের জন্য মাদক চক্রের লড়াই এবং তাদের বিরুদ্ধে সরকারের কৌশলকেও দায়ী করা হয়। বিশ্বের অন্যতম হত্যাকাণ্ডের দেশ হিসেবে মেক্সিকোর পরিচিতি পাওয়ার পেছনে দেশটির কুখ্যাত মাদক চক্রগুলোকে দায়ী করা হয়। -বিবিসি
×