ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আর ৫১ দিন

প্রকাশিত: ১০:৩৩, ২৫ জানুয়ারি ২০২০

 আর ৫১ দিন

স্টাফ রিপোর্টার ॥ আর মাত্র ৫১ দিন বাকি। এরপরই শুরু হয়ে যাবে মুজিববর্ষ উদ্যাপন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরের ১৭ মার্চ থেকে পরের বছর ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। এখন আনুষ্ঠানিক শুরুর অপেক্ষা। চলছে জোর প্রস্তুতিও। মুজিববর্ষে মুক্তিযোদ্ধাদের জন্য ১৪ হাজার বাড়ি নির্মাণ করে দেয়ার কথা জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এজন্য ২ হাজার ৩শ’ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এসব বাড়ি মুক্তিযোদ্ধাদের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক। শুক্রবার বিকেলে ঢাকার বাইরে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ তথ্য দেন মন্ত্রী। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে বাড়ি নির্মাণ করে দেয়া হবে। প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় হবে ১৬ লাখ টাকা। তিনি আরও বলেন, মন্ত্রণালয় জীবিত প্রত্যেক মুক্তিযোদ্ধার বক্তব্য ধারণের ব্যবস্থা করবে। ১৫ থেকে ২০ মিনিটের ভিডিওতে মুক্তিযুদ্ধে নিজের ভূমিকার কথা বলবেন মুক্তিযোদ্ধারা। মুজিববর্ষে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে মন্ত্রণালয় বেশকিছু উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, প্রত্যেক মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনে পাকাকরণের উদ্যোগ নেয়া হবে, যাতে এক শ’ বছর পরও বীর সেনানীদের কবর মানুষ চিনতে পারে। এছাড়াও বধ্যভূমিসমূহ চিহ্নিত করে একই নক্সায় সংরক্ষণ, যেসব স্থানে সম্মুখ সমরে যুদ্ধ হয়েছে তা সংরক্ষণের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান তিনি।
×