ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কামরাঙ্গীরচরে পোস্টার সাঁটানো নিয়ে সংঘর্ষে আহত ১২

প্রকাশিত: ১০:১০, ২৫ জানুয়ারি ২০২০

  কামরাঙ্গীরচরে পোস্টার সাঁটানো নিয়ে সংঘর্ষে আহত ১২

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কামরাঙ্গীরচরে নির্বাচনী পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে কাউন্সিলর পদপ্রার্থী দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া, পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে রতন নামে এক কাউন্সিলর পদপ্রার্থীর অফিস জ্বালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে অপর প্রার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় ১২ জন আহত হয়েছে। এ ব্যাপারে লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মোনতাসিরুল ইসলাম জনকণ্ঠকে জানান, নির্বাচর্নী প্রচার নিয়ে প্রার্থীদের মধ্যে উত্তেজনা থাকে। এরই জের ধরে পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে বৃহস্পতি ও শুক্রবার বিকেলে বড়গ্রাম ও কুড়াঘাটে ধাওয়া, পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কেউ অভিযোগ করলে তা আমলে নেয়া হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে কামরাঙ্গীচরের কুড়াঘাট আজিজিয়া মসজিদের পাশে পোস্টার লাগাতে যায় স্বতন্ত্র প্রার্থী ঠেলাগাড়ি মার্কার কাউন্সিলর পদপ্রার্থী সাইদুল ইসলাম রতনের লোকজন। এতে সরকার সমর্থিত ঘুড়ি মার্কার কাউন্সিলর প্রার্থী মোঃ হোসেনের ক্যাডাররা তাতে বাধা দেয়। তর্কাতর্কির এক পর্যায়ে হোসেনের ক্যাডাররা স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী রতনের ক্যাডারদের ওপর হামলা চালায়। এতে রতন গ্রুপের ওমর ফারুক (৩২) ও সবুজ (২৫) আহত হয়। এই সংবাদ ছড়িয়ে পড়লে রতন গ্রুপের ক্যাডাররা হোসেন গ্রুপের ক্যাডারদের ধাওয়া করে। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া, পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে বড়গ্রাম ও কুড়াঘাট রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে বিপুল পুলিশ এসে রাত ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
×