ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গ্যালারি কায়ায় চিত্র প্রদর্শনী

প্রকাশিত: ১০:০৮, ২৫ জানুয়ারি ২০২০

  গ্যালারি কায়ায়  চিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের ৭ জন বিশিষ্ট শিল্পীর আঁকা ৫১টি ছবি নিয়ে গ্যালারি কায়ায় বুধবার থেকে শুরু হয়েছে ‘সেভেন’ শীর্ষক প্রদর্শনী। শিল্পীরা হলেন- অলোকেশ ঘোষ, শাহাবুদ্দিন আহমেদ, চন্দ্রশেখর দে, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, রনজিৎ দাস ও আহমেদ শামসুদ্দোহা। উত্তরায় অবস্থিত এই গ্যালারিতে গতানুগতিক কোন উদ্বোধনী অনুষ্ঠান রাখা হয়নি। ঠিক বিকেল সাড়ে পাঁচটায় দর্শকদের জন্য গ্যালারির দরজা খুলে দেয়া হয়। প্রদর্শনীটির নাম ‘সেভেন’ হওয়ার কারণ হলো, সমকালীন সাতজন শিল্পীর আঁকা ছবি নিয়েই এই আয়োজন। দর্শক দেয়ালে টানানো তেলরং, এ্যাক্রিলিক, জলরং, কয়লা, কালি ও কলম, প্যাস্টেল, মিশ্রমাধ্যমে কাজগুলো দেখার সুযোগ পান। প্রদর্শনী প্রতিদিন খোলা থাকবে বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। এবং চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
×