ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল

সিটি নির্বাচন থেকে বিএনপিকে সরানোর চেষ্টা হচ্ছে

প্রকাশিত: ০৯:৩৮, ২৫ জানুয়ারি ২০২০

 সিটি নির্বাচন থেকে বিএনপিকে সরানোর চেষ্টা হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপিকে সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে আরাফাত রহমান কোকোর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীতে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, রাজনৈতিক কারণে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে, যদিও তিনি রাজনীতি করতেন না। ফখরুল বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিএনপির বিজয়কে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। আর এ জন্যই বিএনপির প্রার্থীদের সিটি নির্বাচনে প্রতিযোগিতা থেকে সরিয়ে দিতে তাদের ওপর আক্রমণ করা হচ্ছে। তবে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তবে তাদের বিভিন্নভাবে নির্বাচন থেকে সরিয়ে দেয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। তাদের এখন বিভিন্ন মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, আপনারা রাজনৈতিকভাবে শূন্য হয়ে গেছেন। তাই একটার পর একটা সমস্যা তৈরি করে বিএনপির বিজয়কে প্রতিরোধ করতে চাচ্ছেন। তিনি বলেন, আরাফাত রহমান কোকোকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওয়ান-ইলেভেনের সময় তাকে গ্রেফতার করে মামলা দেয়া হয়। এরপর তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যান। সেখানেও অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে তিনি ইন্তেকাল করেছেন। ফখরুল বলেন, দুর্ভাগ্য আমাদের যে মহান নেতা স্বাধীনতা যুদ্ধ করলেন, ৯ মাস যুদ্ধ করলেন, যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন তার ছেলেকে দাফনের জন্য সেনাবাহিনীর জন্য, সশস্ত্র বাহিনীর জন্য বরাদ্দকৃত যে গোরস্থান সেখানে জায়গা দেয়া হয়নি। এটা মর্মান্তিক এবং হৃদয় বিদায়ক। রাজপথে না থাকলে দেশের মানুষ ক্ষুব্ধ হবে ॥ গয়েশ্বর বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাজপথে না থাকলে দেশের মানুষ আমাদের ওপর ক্ষুব্ধ হবে। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় আরাফাত রহমান কোকোর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। গয়েশ্বর বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে কলঙ্কিত করেছে কিছু মিডিয়া। তারেক রহমান ও আরাফাত রহমান কোকো তো নষ্ট হওয়ার কথা।
×