ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বস্তিতে আগুনে পুড়েছে শতাধিক ঘর

প্রকাশিত: ০৯:৩৭, ২৫ জানুয়ারি ২০২০

   চট্টগ্রামে বস্তিতে আগুনে পুড়েছে  শতাধিক ঘর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার মির্জাপুল এলাকায় বস্তিতে ভয়াবহ অগ্নিকা-ে পুড়েছে দেড় শতাধিক বসতঘর। এতে ক্ষতি হয়েছে ব্যাপক। শুক্রবার সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় মির্জাপুল সংলগ্ন ডেকোরেশন গলির শাহনেওয়াজ কলোনির একটি ঘরে। দ্রুত সে আগুন সংক্রমিত হয় সংলগ্ন বাবু কলোনি, খোকন কলোনি, শওকত নেওয়াজ কলোনি, মোহাম্মদ হোসেন কলোনিসহ পুরো বস্তি এলাকায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি অকুস্থলে ছুটে যায়। প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয় বিকেল ৩টার দিকে। এ আগুনে পুড়ে ছাই হয়েছে বিভিন্ন মালিকানার ১৬৩টি বসতঘর। এককক্ষবিশিষ্ট ঘরগুলো ছিল বেড়ার ও টিনের ছাউনিযুক্ত। ভয়াবহ এ আগুনে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোন মৃত্যুর ঘটনা না ঘটলেও হুড়োহুড়ি করে বেরুতে গিয়ে আহত হয়েছেন অনেকেই। তাদের রেড ক্রিসেন্টের মাধ্যমে চিকিৎসা প্রদান করেছে প্রশাসন। আগুনে আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপিত হয়নি। তবে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে বারোটি গাড়ি অকুস্থলে ছুটে যায়। কিন্তু সড়ক সরু হওয়ায় সেখানে প্রবেশ করা ছিল কষ্টসাধ্য। হোসপাইপ দিয়ে দূর থেকে অগ্নিনির্বাপণের কাজ চালিয়েছে কর্মীরা।
×