ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মংলা বন্দরে থাই নাবিককে ছুরিকাঘাত করল সারেং

প্রকাশিত: ০৯:৩৬, ২৫ জানুয়ারি ২০২০

  মংলা বন্দরে থাই নাবিককে ছুরিকাঘাত করল সারেং

নিজস্ব সংবাদদাতা, মংলা, ২৪ জানুয়ারি ॥ মংলা বন্দর চ্যানেলের হিরণ পয়েন্টের অদূরে থাকা থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজে থাই নাবিকদের সংঘর্ষে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। আহত নাবিকের অবস্থা আশঙ্কাজনক। জাহাজের ক্যাপ্টেন ও স্থানীয় শিপিং এজেন্ট সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে মংলা বন্দরের প্রবেশ মুখে হিরণ পয়েন্টের অদূরে থাইল্যান্ডের পতাকাবাহী এলপিজি গ্যাসের জাহাজে ওটি চিনা-৮ এর দুই নাবিকের মধ্যে বাগ্বিত-া ও সংঘর্ষ হয়। এই সময় জাহাজের বোচন (সারেং) পিজা (৪৫) ক্ষিপ্ত হয়ে নাবিক পেনি ওয়াংকে (২২) এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে পেছন থেকে তার পেটের নাড়িভুড়ি আংশিক বের হয়ে আসে। শরীরের অন্যান্য স্থানেও ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত হয়। দুপুরে জাহাজের ক্যাপ্টেনের আহ্বানে স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপ সার্ভিস শুক্রবার সন্ধ্যায় আহত নাবিককে উন্নত চিকিৎসার জন্য মংলায় নিয়ে আসে।
×