ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভালবাসা দিবসের বিশেষ নাটক ‘প্রতিদিন’

প্রকাশিত: ০৮:১৭, ২৫ জানুয়ারি ২০২০

 ভালবাসা দিবসের বিশেষ নাটক ‘প্রতিদিন’

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্ব ভালবাসা দিবসের বিশেষ চমক নিয়ে হাজির হচ্ছেন তরুণ নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। এই নির্মাতা বরাবরই ব্যতিক্রমী গল্প নিয়ে খেলা করেন। তারই ধারাবাহিকতায় আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তিনি দর্শকদের জন্য বিচ্ছেদের ভিন্ন রকমের এক গল্প নিয়ে নির্মাণ করেছেন ‘প্রতিদিন’ নামের বিশেষ এক নাটক। দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। তাদের সঙ্গে বিশেষ চমক হিসেবে বহুদিন পর অভিনয়ে ফিরছেন মনির খান শিমুল। ‘প্রতিদিন’ নাটকের গল্প প্রসঙ্গে এর নাট্যকার ও নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, গল্পটা মূলত বিবাহ বিচ্ছেদ হওয়া এক দম্পতিকে ঘিরে। তাদের বিচ্ছেদের পর একজনের যদি পুরনো সম্পর্কের প্রতি টান অনুভব হয় এবং সম্পর্কটা আবার আগের মতো করার সুযোগ না থাকে- তাহলে ঠিক কি কি ঘটতে পারে সেই বিষয়টি অনুসন্ধানের চেষ্টা করেছি আমরা। আশা করছি এই ভ্যালেন্টাইনে বিচ্ছেদের গল্পটি দর্শকমনে নতুন ভালবাসার জন্ম দেবে। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শিরিন আলম, এ কে আজাদ সেতু, শোয়েব মনির, বাশার বাপ্পী প্রমুখ। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘প্রতিদিন’ নাটকটি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে সিএমভি ড্রামা নামের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।
×