ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উ.কোরিয়ার নয়া পররাষ্ট্রমন্ত্রী রি সন গোয়ান

প্রকাশিত: ০৮:১৩, ২৫ জানুয়ারি ২০২০

  উ.কোরিয়ার নয়া  পররাষ্ট্রমন্ত্রী রি  সন গোয়ান

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটির সাবেক প্রতিরক্ষা কমান্ডার রি সন গোয়ানকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। খবর কেসিএনএ’র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবারের নববর্ষের ডিনারে রি নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বক্তৃতাও করেছেন। পিয়ংইয়ংয়ে নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের জন্য এ ডিনারের আয়োজন করা হয়েছিল। সাবেক সামরিক কর্মকর্তা রি এর আগে উত্তরের হয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিভিন্ন উচ্চ পর্যায়ের আলোচনা ও বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন।
×