ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইসরাইলী নিরাপত্তা রক্ষীদের ম্যাক্রোঁর ধমক

প্রকাশিত: ০৮:১১, ২৫ জানুয়ারি ২০২০

 ইসরাইলী নিরাপত্তা রক্ষীদের ম্যাক্রোঁর ধমক

পুরনো জেরুজালেমের একটি গির্জায় ঢুকতে যাওয়ার সময় ইসরাইলী নিরাপত্তা রক্ষীদের আচরণে ক্ষিপ্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাদের ধমকে দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার জেরুজালেমের সেইন্ট অএান চার্চে ফরাসী প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের প্রবেশের সময় ঘটা এ ঘটনার একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। খবর এএফপি ও এনডিটিভির। জেরুজালেমের পুরনো শহরের মুসলিম কোয়ার্টার ভায়া দোলোরোসার শুরুতে অবস্থিত রোমান ক্যাথলিক গির্জাটি ১৮৫০ সাল থেকেই ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন। ফরাসী গণমাধ্যমগুলো জানিয়েছে, ম্যাক্রোঁ ও তার প্রতিনিধিরা গির্জাটিতে প্রবেশের মুহূর্তে ইসরাইলী পুলিশ ও স্থানীয় নিরাপত্তা রক্ষীরা সফরকারীদের অগ্রর্বর্তী দলকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজেরাই গির্জায় আগে প্রবশ করলে ফ্রান্সের প্রেসিডেন্ট ক্ষেপে যান। ‘সবাই নিয়মগুলো জানে। আমার সামনে আপনারা যা করেছেন, তা আমি পছন্দ করিনি,’ গির্জার প্রবেশ দরজায় ইসরাইলী নিরাপত্তা রক্ষীদের উদ্দেশে ইংরেজীতে এমনটাই বলেন উত্তেজিত ম্যাক্রোঁ। পরে তার গলার স্বর আরও চড়ে যায়। ‘বেরিয়ে যাও...বের হও,’ ভিডিওতে ক্ষিপ্ত ফরাসী প্রেসিডেন্টকে এমনটাই বলতে শোনা গেছে। ইসরাইলী কর্মকর্তাদের উদ্দেশে ম্যাক্রোঁ বলেছেন, ‘শতকের পর শতক যে নিয়ম চলছে, আমার বেলায় তার ব্যতিক্রম হবে না বলে দিচ্ছি। ঠিক আছে? সুতরাং সবাই, নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হন।’ বুধবারের এ বাগ্বিতণ্ডার সঙ্গে দুই যুগ আগে জ্যাক শিরাকের জেরুজালেম সফরের ঘটনার মিল দেখছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ১৯৯৬ সালের ওই সফরের সময় ইসরাইলের নিরাপত্তা কর্মকর্তারা তখনকার ফরাসী প্রেসিডেন্টকে সরে যেতে বলার পর দুই পক্ষের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা বেঁধে যায়। শিরাক সে সময় ইসরাইলী নিরাপত্তা রক্ষীদের কর্মকাণ্ডকে ‘উস্কানি’ বলে আখ্যা দিয়েছিলেন। ‘কি চান আপনারা? চান যে আমি বিমানে উঠে ফের ফ্রান্সে চলে যাই, এটাই চান আপনারা?,’ ক্রুব্ধ কণ্ঠে বলেছিলেন তিনি।
×