ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিন হাজার বছর আগের মমি কথা বলেছে !

প্রকাশিত: ০৮:১১, ২৫ জানুয়ারি ২০২০

  তিন হাজার বছর আগের মমি কথা বলেছে !

বিশ্বাস করুন আর নাই করুন। প্রায় ৩ হাজার বছর আগের একটি মিসরীয় মমি ফের কথা বলেছে। গবেষকরা মমিটির স্বরযন্ত্রে একজন পুরোহিতের কণ্ঠস্বর স্থাপনের মাধ্যমে এটির মুখ দিয়ে শব্দ বের করেছে। ব্রিটেনের প্রখ্যাত ইয়র্ক ভার্সিটির একদল প্রত্নতত্ত্ববিদ এক দীর্ঘ গবেষণার মাধ্যমে এই অসাধ্য সাধন করেছে। গবেষণাটি বৃহস্পতিবার প্রখ্যাত ‘সায়েন্টিফিক রিপোর্টস’ সাময়ীকিতে প্রকাশিত হয়। খবর ওয়াশিংটন পোস্ট অনলাইনের। ইয়র্ক ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ববিদ জন শোফিল্ড বলেছেন, পুরোহিত নেসায়মুন থিবস নামক এক পুরোহিত কর্ণক মন্দিরের লেখক হিসেবে কাজ করতেন। পুরোহিতের দায়িত্ব পালনকালে তিনি যখন কথা বলতেন, মন্ত্র পড়তেন ও গাইতেন তখন তার কণ্ঠ সমালোচিত হতো। নেসায়ামুনকে মমিতে পরিণত করা হয়েছিল এবং হায়ারোগ্লোফিস দিয়ে খোদাই করা একটি কফিনে করে সমাধিস্ত করা হয়েছিল। ১৮২৩ সাল থেকে, তার দেহটি লিডস সিটি যাদুঘরে রাখা হয়েছে, যেখানে তার দেহ অনাবৃত করা হয়েছিল। পন্ডিত, শৈল চিকিৎসক ও রসায়নবিদরা বহু বছর ধরে মাইক্রোস্কোপ, এ্যান্ডোস্কোপ এবং এক্স-রে দ্বারা মমিটি পরীক্ষা করে দেখেছেন। ১৮৮৮ সালে প্রকাশিত নেসায়ামুনের একটি বহুবিজ্ঞানী বৈজ্ঞানিক তদন্ত বিশ্বে এ ধরনের প্রথম তদন্ত ছিল বলে শোফিল্ড জানিয়েছেন। নতুন কাজের মধ্যে, বিজ্ঞানীরা লিডস জেনারেল ইনফারমারিতে সিটি স্ক্যানার ব্যবহার করে নেসায়ামুনের সু-সংরক্ষিত ভোকাল ট্র্যাক্টের সুনির্দিষ্ট পরিমাপ করেছিলেন। এই স্ক্যান থেকে তারা তার গলার একটি ৩-ডি অনুলিপি মুদ্রণ করেছেন এবং এটি একটি লাউড স্পীকারে লাগিয়ে দিয়েছেন। তারা স্বর তৈরির জন্য তার চামড়ার অঙ্গের মাধ্যমে একটি বৈদ্যুতিক সঙ্কেত প্রেরণ করেন। লন্ডন বিশ্ববিদ্যায়ের অংশ রয়্যাল হোলোয়েতে মানব বক্তৃতা এবং গাওয়া বিষয়ে গবেষণারত হাওয়ার্ড বলেছেন, একক শব্দ একটি প্রমাণ-ধারণা-সংক্রান্ত কাজের বর্ণনা করে। অন্যান্য স্বর উৎপাদনের জন্য ভোকাল ট্র্যাক্টের আকারের পরিবর্তন দরকার হবে বলেও তিনি জানান। এটি তাদের পরবর্তী পদক্ষেপ। ভোকাল ট্র্যাক্টগুলো জৈবিকভাবে অদ্বিতীয় বলে জানিয়েছেন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের ড্যানিয়েল বোডনি। তিনি এই গবেষক দলের অংশ নন।
×