ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বর্ণপদক পাচ্ছেন ড. ফরিদা

সুলতান মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৮:০৬, ২৫ জানুয়ারি ২০২০

  সুলতান মেলায় চিত্রাঙ্কন  প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৪ জানুয়ারি ॥ নড়াইলে সুলতান মেলা উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নড়াইলের ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে চার গ্রুপে তিন শতাধিক শিশুর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা রানী দাস, চিত্রশিল্পী বলদেব অধিকারী, চিত্রশিল্পী সমীর বৈরাগী, চিত্রশিল্পী সমীর মজুমদার, জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলের ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে ১৬ জানুয়ারি থেকে ১২ দিনব্যাপী সুলতান মেলা শুরু হয়েছে। সুলতান মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাংলাদেশ, আমেরিকা, জিম্বাইবুয়ে, নেপাল এবং ভারতের ১১৮টি ছবি নিয়ে চিত্রপ্রদর্শনী, আন্তর্জাতিক আর্ট ক্যাম্প, রচনা প্রতিযোগিতা, গ্রাম্য খেলাধুলা এবং প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া সুলতানের জীবন ও কর্মের ওপর প্রতিদিন সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। মেলা উপলক্ষে সুলতান মঞ্চ প্রাঙ্গণে শতাধিক স্টল বসেছে এবং শিশুদের বিনোদনের জন্য নাগোরদোলা, ট্রেন ভ্রমণসহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার সুলতান স্বর্ণপদক পাচ্ছেন দেশবরেণ্য চিত্রশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি শিক্ষক ড. ফরিদা জামান। মেলার সমাপনী দিন ২৭ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পদক প্রদান করবেন। বরেণ্যশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
×