ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে সন্তানের বিরুদ্ধে মা-বাবার সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৮:০৫, ২৫ জানুয়ারি ২০২০

 বাগেরহাটে সন্তানের  বিরুদ্ধে মা-বাবার  সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামে সম্পত্তির লোভে বৃদ্ধ বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেয়ার ঘটনায় সন্তানের বিচার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বৃদ্ধ বাবা-মা। শুক্রবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে শেখ আব্দুল মোমিন ও রিজিয়া দম্পত্তি অভিযোগ করে বলেন, আমাদের চার মেয়ে ও এক ছেলে রয়েছে। সম্পত্তির লোভে ২০ জানুয়ারি একমাত্র ছেলে মিঠু পুলিশ নিয়ে বসতবাড়ি থেকে বের করে দেয় তাদের। এর পর শীতের রাতে তারা ঘরের বাইরে থাকে। ওই সন্তানের অত্যাচার-নির্যাতনের ভয়ে চারদিন ধরে নিজ বসতঘরে যেতে পারেনি। এর আগেও প্রায়ই আমাদের ওপর অত্যাচার-নির্যাতন করত। সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে পিতা-মাতা আরও অভিযোগ করে বলেন, আমাদের প্রতিবেশী স্বপন, তপন গংয়ের প্রত্যক্ষ সহযোগিতায় আমার পুত্র মিঠু বেপরোয়া হয়ে ওঠে। হাড় কাঁপানো শীতের মধ্যে আমাদের বাড়ি থেকে বের দেয়। বাড়ির সামনে খোলা আকাশের নিচে আমাদের ঠাঁই হয়। সম্পত্তি লিখে না দেয়ার কারণে ছেলে মিঠু এ কাজ করে বলে অভিযোগ বৃদ্ধ শেখ আব্দুল মমিন (৭৫) ও তার স্ত্রী রিজিয়া বেগমের (৬৫)।
×