ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পটিয়ায় মহাস্থবির বরণোৎসব সম্পন্ন

প্রকাশিত: ০৮:০৫, ২৫ জানুয়ারি ২০২০

 পটিয়ায় মহাস্থবির  বরণোৎসব   সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৪ জানুয়ারি ॥ চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী তীর্থভূমি বুড়োগোঁসাই’র ঠেঁগরপুনি গ্রামের শাক্যমুনি বিহারের অধ্যক্ষ জ্ঞানতাপস ভদন্ত প্রজ্ঞাসার স্থবিরের ‘মহাস্থবির’ বরণোৎসব সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী অনুষ্ঠানের শেষদিন ছিল শুক্রবার। দুপুরের পর থেকে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। মহাস্থবির বরণোৎসব ও সদ্ধর্মসভা এবং ‘প্রজ্ঞা’ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। রাউজান বিমলান্দ কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ ড. শীলানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে রুমি চৌধুরী ও সাগর বড়ুয়া টিপলুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এস লোকজিৎ থেরো। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চট্টগ্রামের সভাপতি অজিত রঞ্জন বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি নেত্র সেন বড়ুয়া, পুলিশ সুপার অনিন্দিতা বড়ুয়া, মহাস্থবির বরণোৎসবের সভাপতি ড. সংঘপ্রিয় মহাথেরো, সাধারণ সম্পাদক জয়দত্ত চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ সমিতির দফতর সম্পাদক সরোজ বড়ুয়া প্রমুখ।
×