ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পানি সম্মেলন শুরু

প্রকাশিত: ০৮:০৪, ২৫ জানুয়ারি ২০২০

  পানি সম্মেলন শুরু

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৪ জানুয়ারি ॥ পঞ্চম আন্তর্জাতিক পানি সম্মেলন ২০২০ কুয়াকাটায় শুক্রবার বিকেলে হোটেল গ্রেভার ইন মিলনায়তনে শুরু হয়েছে। তিনদিনব্যাপী পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. ফারাহ কবির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. ইমতিয়াজ আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রফেসর ড. আইনুন নিশাত। বক্তারা আগামী প্রজন্মের জন্য একটি টেকসই নদী ব্যবস্থাপনা থাকা খুব জরুরী বলে অভিমত ব্যক্ত করেন। নইলে জীবন-জীবিকায় বিপদাপন্নতা বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেন।
×