ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইবি ছাত্রলীগের সংঘর্ষ ॥ তদন্ত কমিটি

প্রকাশিত: ০৭:৫৮, ২৫ জানুয়ারি ২০২০

 ইবি ছাত্রলীগের  সংঘর্ষ ॥ তদন্ত কমিটি

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে গত ২১ জানুয়ারি দুই দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। কমিটিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি নজরুল ইসলাম ও সমাজ সেবা বিষয়ক সম্পাদক শেখ স্বাধীন শাহেদকে সদস্য করা হয়েছে। একই সঙ্গে আগামী ১০ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দফতর সেলে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে ঘটনার দিনই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরিনকে আহবায়ক করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার এবং বায়টেকনোলজি বিভাগের অধ্যাপক আবু হেনা মোস্তফা জামালকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে তাদের ভিসি অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, ২১ জানুয়ারি মঙ্গলবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব গুরুতর আহত হন। তার মাথায় ৮টি সেলাই দেয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়াও সভাপতি রবিউল ইসলাম পলাশসহ প্রায় ২৫ নেতাকর্মী আহত হয়।
×