ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাসনাত আমজাদ

শিশির

প্রকাশিত: ০৭:১৪, ২৫ জানুয়ারি ২০২০

শিশির

ঝরলো শিশির, টুপ পড়লো নীচে, শক্ত মাটির ভেতর দিলো ডুব। ঘুম ভেঙ্গে যায়, তাকায় মাটি, শরীরটা বেশ ভিজে বৃষ্টি এলো? হয় খুশি খুব, আনন্দ আজ কিযে। নাহ, তাতো নয়, তাহলে কি বদলে গেলো ঋতু? কদিন থেকেই ঠান্ডা বাতাস হচ্ছে ক্রমে থিতু। প্রশ্ন করে মাটি, কে তুই? তোর ফোটা নয় বড়ো তোর সাথে নেই শব্দ কোনো, আসিন না তুই ঝড়ও। বল না শুনি, তোর পরিচয়, কোত্থেকে তুই আসিস? স্ফটিকজলের মতো ঘাসে ভোরের আলোয় ভাসিস। শরীরটা তোর খুবই ছোট, ছোট্ট শীতল ফোটা পড়লে গায়ে হয় মনে হয় বরফ কণা ওটা। থাকিস ঘন কুয়াশাতে, থাকিস গাছের পাতায় পৌষ- মাঘে তোর ছবি আঁকে ছোট্ট খুকু খাতায়। শুনে শিশির হাসে বলে, আমি বন্ধু তোদের, আসি শীতের মাসে
×