ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেষ ওভার পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫৯, ২৪ জানুয়ারি ২০২০

 শেষ ওভার পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক ॥ পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শেষ ওভার পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ।জয়ের জন্য ১৪২ রান তুলতেই পাকিস্তানকে ১৯.৩ ওভার অপেক্ষা করতে হয়েছে। এই রান করতেই পাকিস্তান হারিয়েছ ৫ উইকেট। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা এনে দিতে পারেননি বড় পুঁজি।নির্ধারিত ২০ ওভারে বাংলাদশ ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪১ রান।পরে ফিল্ডারদের কাছ থেকে মেলেনি সহায়তা, তারপরও লড়াই করেছেন বোলাররা। ১৪২ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তান জিতেছে ৫ উইকেটে, ৩ বল বাকি থাকতে। বাংলাদেশের পক্ষে তামিম ৩৯ ও নাঈম ৪৩ করেছেন সবচেয়ে বেশি রান ।পাকিস্তানের পক্ষে শোয়েব মালিক করেছেন একাই ৫৮ রান। শেষ ওভারে যে শটে জয় এলো সেই শটে আউট হতে পারতেন মোহাম্মদ রিজওয়ান। ছক্কায় ম্যাচ শেষ করতে গিয়ে সহজ ক্যাচ দিয়েছিলেন এই কিপার-ব্যাটসম্যান। সহজ ক্যাচ মুঠোয় জমাতে পারেননি মোহাম্মদ মিঠুন। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২০ ওভারে ১৪১/৫ (তামিম ৩৯, নাঈম ৪৩, লিটন ১২, মাহমুদউল্লাহ ১৯*, আফিফ ৯, সৌম্য ৭, মিঠুন ৫*; ইমাদ ৩-০-১৫-০, আফ্রিদি ৪-০-২৩-১, হাসনাইন ৪-০-৩৬-০, রউফ ৪-০-৩২-১, মালিক ১-০-৬-০, শাদাব ৪-০-২৬-১) পাকিস্তান: ১৯.৩ ওভারে ১৪২/৫ (বাবর ০, এহসান ৩৬, হাফিজ ১৭, মালিক ৫৮*, ইফতিখার ১৬, ইমাদ ৬, রিজওয়ান ৫*; শফিউল ৪-০-২৭-২, মুস্তাফিজ ৪-০-৪০-১, আল আমিন ৪-০-১৮-১, সৌম্য ২.৩-০-২২-০, আমিনুল ৪-০-২৮-১, আফিফ ১-০-৬-০) ম্যাচ সেরা হয়েছেন শোয়েব মালিক।
×