ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুয়াকাটায় পঞ্চম আন্তর্জাতিক পানি সম্মেলন ২০২০ শুরু

প্রকাশিত: ০৬:১৮, ২৪ জানুয়ারি ২০২০

  কুয়াকাটায় পঞ্চম আন্তর্জাতিক পানি সম্মেলন ২০২০ শুরু

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ পঞ্চম আন্তর্জাতিক পানি সম্মেলন ২০২০ কুয়াকাটায় আজ শুক্রবার বিকেলে হোটেল গ্রেভার ইন মিলনায়তনে শুরু হয়েছে। তিনদিন ব্যাপী পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. ফারাহ কবির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. ইমতিয়াজ আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রফেসর ড. আইনুন নিশাত। বক্তাগণ আগামি প্রজন্মের জন্য একটি টেকসই নদী ব্যবস্থাপনা থাকা খুব জরুরি বলে অভিমত ব্যক্ত করেন। নইলে জীবন-জীবিকায় বিপদাপন্নতা বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নদী রক্ষায় আন্তরিকভাবে কাজ করা প্রয়োজন। সেক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন প্রকল্পে কোনভাবে নদী-খাল ভরাট-দুষণ করা যাবেনা। নদী সমীক্ষা না করে দিয়ারা জরিপ করা ঠিক হবে না। নদীর জন্য স্থায়ী সীমানা দিতে হবে, নইলে নদীর চিহ্ন থাকবেনা। দুষণ ঠেকাতে না পারলে খনন করে লাভ নেই। রিভার রাইট মানুষের জন্মগত অধিকার। যে কোন মূল্যে নদীকে বাচাতে হবে। এজন্য আমাদের সকলের ইউনিটির প্রয়োজন। “নদী অধিকারকে বৈধকরণ : জনগণ, রাজনীতি এবং অনুশীলন ” প্রতিপাদ্য বিষয় নিয়ে শুরু হওয়া তিন দিনের সম্মেলনের উদ্বোধনী দিনের সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব। বেসরকারি উন্নয়ন সংস্থা একশন এইড বাংলাদেশ এ পানি সম্মেলনের আয়োজন করে।
×