ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানসূচী এ মাসেই চূড়ান্ত হচ্ছে

প্রকাশিত: ১২:৪৭, ২৪ জানুয়ারি ২০২০

  বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের  অনুষ্ঠানসূচী এ মাসেই  চূড়ান্ত হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপনের অনুষ্ঠানসূঈ এ মাসের মধ্যেই চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন বাস্তবায়ন জাতীয় কমিটির এক সভায় এ তথ্য জানানো হয়। জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ও কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এতে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও কমিটির অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। রফিকুল ইসলাম বলেন, জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই উদ্যাপনের উদ্বোধনী অনুষ্ঠান করা হবে। পুরো জাতির অংশগ্রহণের মাধ্যমে এই জন্মশতবর্ষ উদ্যাপন করা হবে। কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ১৭ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রখ্যাত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
×