ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেখ হাসিনার সরকার কৃষকবান্ধব সরকার ॥ গণপূর্তমন্ত্রী

প্রকাশিত: ১২:৪৪, ২৪ জানুয়ারি ২০২০

শেখ হাসিনার সরকার কৃষকবান্ধব সরকার ॥ গণপূর্তমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৩ জানুয়ারি ॥ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ.ম. রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার সরকার কৃষকবান্ধব সরকার। এ দেশের দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে শেখ হাসিনার সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করছে। এই সরকারই কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক হিসাব খুলে দিয়েছে। কৃষকদের বিনা জামানতে দেড় লাখ টাকার ব্যাংক ঋণের ব্যবস্থা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুরে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সহযোগিতা ও আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে বাংলাদেশ আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পন্ন। মন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক পরিবারের সন্তান ছিলেন। কৃষকদের প্রতি বঙ্গবন্ধুর দরদ ছিল বলেই তার সরকারের সময় বিএডিসির মাধ্যমে কৃষকদের মাঝে সাহায্য প্রদানের কর্মসূচী গ্রহণ করা হয়েছিল। পিরোজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিক, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বসির আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজীসহ সরকারী কর্মকর্তা, আওয়ামী লীগ, কৃষকলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৭৮০ কৃষককে ভুট্টা, শীতকালীন/গ্রীষ্মকালীন মুগ ও শাকসবজি চায়ের জন্য সার ও বীজ প্রদান করা হয়। এছাড়া ৩০ কৃষককে বিভিন্ন প্রকার কৃষি উপকরণ প্রদান করা হয়। মন্ত্রী পরে উপজেলার শংকরপাশা ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে ঢেউটিন, চাল, অর্থ অনুদানের চেক এবং কম্বল বিতরণ করেন। এর আগে মন্ত্রী সকালে স্বরূপকাঠি উপজেলা কৃষি সম্প্রসারণ দফতরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর পথ অনুসরণ করেই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকসহ এদেশের আপামর মানুষের জীবন মান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। এরপর মন্ত্রী শ.ম. রেজাউল করিম দুপুরে আকলম মুসলীম মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
×