ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ যুবাদের শীর্ষে ওঠার লড়াই আজ

প্রকাশিত: ১১:৩৮, ২৪ জানুয়ারি ২০২০

  বাংলাদেশ যুবাদের শীর্ষে ওঠার লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ একদিনে বাংলাদেশ ও পাকিস্তানের সিনিয়র-জুনিয়রদের মধ্যে লড়াই হবে। পাকিস্তানের লাহোরে বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দল, সিনিয়ররা তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম টি২০ ম্যাচ দুপুর ৩টায় খেলতে নামবে। আরেকদিকে দক্ষিণ আফ্রিকার পোচেফস্ট্রুমে দুপুর ২টায় বাংলাদেশ ও পাকিস্তানের অনুর্ধ-১৯ দল, জুনিয়র দলও লড়াই করতে নামবে। এ ম্যাচটি যে দল জিতবে তারাই গ্রুপপর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থাকবে। এই ম্যাচটির আগে দুই দলই কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে ফেলেছে। বাংলাদেশ ও পাকিস্তান যুব দল ‘সি’ গ্রুপে আছে। এই গ্রুপের বাকি দুটি দল হচ্ছে জিম্বাবুইয়ে ও স্কটল্যান্ড যুব দল। দুটি দলই বিদায় নিয়েছে। বাংলাদেশ ও পাকিস্তান যুব দল দুটি করে ম্যাচ জিতে ৪ পয়েন্ট পেয়েছে। রানরেটে এগিয়ে থেকে বাংলাদেশ পয়েন্ট তালিকার শীর্ষে আছে। তবে আজ যে দল জিতবে তাদের ৬ পয়েন্ট হয়ে যাবে। গ্রুপপর্বে অপরাজিত থেকেই কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে। যে দল জিতবে তারাই শীর্ষে থাকবে। এবার যুব বিশ্বকাপে চারটি গ্রুপে চারটি দল করে মোট ১৬টি দল খেলছে। চার গ্রুপ থেকে পয়েন্ট তালিকায় সেরা দুটি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলে কোয়ার্টার ফাইনালে অন্য গ্রুপের দ্বিতীয় সেরা দলের বিরুদ্ধে লড়াই করার সুযোগ মিলবে। তাতে জিতে সেমিফাইনালে ওঠার সম্ভাবনাও বেশি থাকবে। বাংলাদেশ যুব দলের লক্ষ্য এবার ফাইনালে খেলা। তাই শীর্ষে থেকে সুযোগ কাজে লাগিয়ে সেমিফাইনালে উঠতে হবে আগে। আজ তাই পাকিস্তানকে হারাতে হবে। এর আগে বাংলাদেশ ও পাকিস্তান যুব দলের মধ্যকার ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সাতটি ম্যাচ বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল জিতে। নয়টি ম্যাচ জিতে পাকিস্তান। একটি ম্যাচের রেজাল্ট হয়নি। দুই দলের মধ্যকার সর্বশেষ ২০১৮ সালে লড়াই হয়। সেই ম্যাচটিতে অবশ্য বাংলাদেশ যুব দলই জিতেছিল। যুব বিশ্বকাপে পাকিস্তান যুব দলের বিরুদ্ধে তিন ম্যাচ খেলে দুটিতেই জিতে বাংলাদেশ যুব দল। একটি ম্যাচ হারে। ২০০৬ সালের যুব বিশ্বকাপে দুই দলের প্রথম লড়াইয়ে ৪ উইকেটে জেতার পর ২০১০ সালের বিশ্বকাপে ৪ উইকেটে হারে বাংলাদেশ যুব দল। সর্বশেষ ২০১২ সালের যুব বিশ্বকাপে লড়াই হয়। এবার বাংলাদেশ যুবারাই বাজিমাত করে। ৫ উইকেটে জিতে। যুব বিশ্বকাপে পাকিস্তান যুব দলের বিরুদ্ধে বেশি ম্যাচ জেতা এবং সর্বশেষ ম্যাচটিতেও জেতার স্মৃতি প্রেরণা জোগাচ্ছে বাংলাদেশ যুব দলকে। সেই প্রেরণা নিয়ে আজ ম্যাচ জয় করা গেলেই হলো।
×