ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সেমিতে জুভেন্টাস রোমাকে হারিয়ে

প্রকাশিত: ১১:৩৮, ২৪ জানুয়ারি ২০২০

 সেমিতে জুভেন্টাস রোমাকে হারিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ কোপা ইতালিয়ার সেমিফাইনালে জায়গা করে নিয়েছে জুভেন্টাস। বুধবার কোয়ার্টার ফাইনালে তারা পরাজিত করে শক্তিশালী এএস রোমাকে। টানা আটবারের ইতালিয়ান লীগ জেতা জুভেন্টাস এদিন নিজেদের ঘরের মাঠে ৩-১ ব্যবধানে পরাজিত করে রোমাকে। এই ম্যাচেও গোলের দেখা পান ৩৪ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এ্যালিয়াঞ্জ এ্যারিনায় দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করে। যদিও ম্যাচের প্রথমার্ধেই রোমার জালে তিন গোল দিয়ে দেয় জুভেন্টাস। গোলের শুরুটা করেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইনের ক্রস থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন জুভেন্টাসের পর্তুগীজ সুপারস্টার। এই নিয়ে শেষ ১০ ম্যাচে ক্লাবের হয়ে ১৩ গোল করলেন সিআর সেভেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ক্লাব ও জাতীয় দলের হয়ে ৩১ ম্যাচে ৩০ গোল করলেন সাবেক রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার। প্রথমার্ধের ৩৮ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন রড্রিগো বেন্তানকুর। ডি বক্সের ভেতর থেকে নেয়া এ উরুগুইয়ান মিডফিল্ডারের শট পোস্টের ভেতরের দিকে লেগে গোল হয়। আর প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তৃতীয় গোল করেন জুভেন্টাসের রক্ষণসৈনিক লিওনার্দো বোনুচ্চি। বিরতির পর জিয়ানলুইলজি বুফনের আত্মঘাতী গোলে এক গোল শোধ করে রোমা। কোপা ইতালিয়ায় এটাই রোনাল্ডোর প্রথম গোল। ২০২০ সালে যা তার সপ্তম। এর ফলে ১৫টি ভিন্ন ভিন্ন ক্লাব প্রতিযোগিতায় গোল করার রেকর্ড এখন সিআর সেভেনের দখলে। পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন জয় করে এখন ইতালিতেও বাজিমাত করছেন রোনাল্ডো।
×