ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিউজিল্যান্ড-ভারত প্রথম টি২০ আজ

প্রকাশিত: ১১:৩৭, ২৪ জানুয়ারি ২০২০

নিউজিল্যান্ড-ভারত প্রথম টি২০ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ফের রেকর্ডের সামনে বিরাট কোহলি। অকল্যান্ডে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি২০তে নামবে ভারত। আর পাঁচ ম্যাচের সিরিজের শুরুতেই রেকর্ডের হাতছানি তার সামনে। নিউজিল্যান্ডে এখনও পর্যন্ত কোন টি২০ খেলেননি কোহলি। আজ কিউইদের দেশে প্রথম টি২০ খেলবেন তিনি। এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে ৪৬.৯০ গড়ে এক হাজার ৩২ রান করেছেন তিনি। অধিনায়ক হিসেবে ৩৩ টি২০তে তার স্ট্রাইক রেট ১৪৩.৭৩। বিশ ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে মোট রানের তালিকায় এখন চারে রয়েছেন কোহলি। এই তালিকায় দুইয়ে আছেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসেবে টি২০ আন্তর্জাতিকে ধোনি করেছেন এক হাজার ১১২ রান। তাকে টপকাতে কোহলির প্রয়োজন আর ৮১ রান। যা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হয়ে যাওয়ার কথা। এমনকি এই তালিকায় শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু’প্লেসিসকেও এই সিরিজে টপকে যেতে পারেন কোহলি। এরজন্য আরও ২৪২ রান করতে হবে তাকে। ৪০ ইনিংসে ডু’প্লেসিস করেছেন এক হাজার ২৭৩ রান। ডু’প্লেসিস, ধোনির পর তিনে রয়েছেন কেন উইলিয়ামসন। অধিনায়ক হিসেবে ৩৯ ইনিংসে তিনি করেছেন এক হাজার ৮৩ রান। কোহলি পিছিয়ে আছেন মাত্র ৫১ রানে। তাই পাঁচ ম্যাচের এই সিরিজে উইলিয়ামসন, ধোনি ও ডু’প্লেসিস, তিনজনকেই টপকে যেতে পারেন ভারত অধিনায়ক। প্রথমে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। তারপর তিনটি একদিনের ম্যাচ। সবশেষে দুটি টেস্ট। আজ থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ নিয়ে আলোচনা কোথায় করবেন তা নয়, রবি শাস্ত্রী বললেন বিশ্বকাপ নিয়ে। ভারতীয় দলের কোচের কথায় ‘বিশ্বকাপ ভারতীয় দলের মাথায় ঢুকে গিয়েছে। জেতার জন্য সব চেষ্টা করবে দল।’ এই ভারতীয় দল টসে জেতা-হারাকে তেমন আমল দিচ্ছে না। অধিনায়ক কোহলি সে কথা বলেছেন। তিনিও কি একইভাবে ব্যাপারটাকে দেখছেন? শাস্ত্রীর জবাব ‘টস আমাদের ভাবনা-চিন্তার বাইরেই থাকবে। বিশ্বের যে প্রান্তেই খেলি, পরিস্থিতি এবং প্রতিপক্ষ বুঝেই খেলব। এই লক্ষ্যেই এখন এগিয়ে চলেছি।’ এই ভারতীয় দলের প্রত্যেকেই একে অন্যের সাফল্যে খুশি হন, উৎসাহ দেন। দলের এই সংস্কৃতি নিয়ে শাস্ত্রী বলেন, ‘এই ভারতীয় দলের অভিধানে আমি শব্দটার জায়গা নেই। আমরা শব্দটার গুরুত্ব আছে। তাই একে অন্যের সাফল্যে সবাই এতটা খুশি হয়। প্রত্যেকের কাছে দলের জয়টাই আসল।’
×