ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার বড় জয় হারারে টেস্টে

প্রকাশিত: ১১:৩৭, ২৪ জানুয়ারি ২০২০

 শ্রীলঙ্কার বড় জয় হারারে টেস্টে

স্পোর্টস রিপোর্টার ॥ জিম্বাবুইয়ের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার হারারে টেস্টের পঞ্চমদিনে ১৭০ রানেই গুটিয়ে যায় স্বাগতিক জিম্বাবুইয়ে। এর ফলে জয়ের জন্য লঙ্কানদের টার্গেট দাঁড়ায় ১৪ রান। জবাবে দ্বিতীয় ইনিংসে ৩ ওভারে কোন উইকেট না হারিয়েই ১৪ রান তুলে সফরকারীরা। ফলে ১০ উইকেটের বিশাল জয় পায় সিংহলিজরা। হারারে টেস্টে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৫৮ রান সংগ্রহ করেছিল জিম্বাবুইয়ে। জবাবে ৯ উইকেটের বিনিময়ে ৫১৫ রান করে শ্রীলঙ্কা। এই ম্যাচেই অভিষেকের ১০ বছর পর টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরির দেখা পান এ্যাঞ্জেলো ম্যাথুজ। দেশটির সাবেক অধিনায়কের অপরাজিত ২০০ রানের সৌজন্যেই পাহাড়সম রান তুলে লঙ্কানরা। সফরকারীদের চেয়ে ১৫৭ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে জিম্বাবুইয়ে। চতুর্থদিনে কোন উইকেট না হারিয়ে ৩০ রান নিয়ে দিনের খেলা শেষ করে তারা। পঞ্চম দিনে ১৭০ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুইয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন শেন উইলিয়ামস। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে ব্রেন্ডন টেইলরের ব্যাট থেকে। শ্রীলঙ্কার সফল বোলার সুরাঙ্গা লাকমাল। ২০ ওভারে ২৭ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন তিনি। এছাড়া লাহিরু কুমারা ৩টি, এম্বুলদেনিয়া ২টি এবং কাসুন রাজিথা ১টি করে উইকেট লাভ করেন।
×