ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইংল্যান্ড-প্রোটিয়াদের চতুর্থ টেস্ট শুরু আজ

প্রকাশিত: ১১:৩৭, ২৪ জানুয়ারি ২০২০

  ইংল্যান্ড-প্রোটিয়াদের চতুর্থ টেস্ট শুরু  আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার চতুর্থ টেস্ট শুরু আজ থেকে। চার ম্যাচের টেস্ট সিরিজে ইতোমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। জোহানেসবার্গের ম্যাচটা তাই স্বাগতিকদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। অন্যদিকে এই ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নিবে ইংলিশরা। কনুইয়ের ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে আজ ইংল্যান্ডের হয়ে মাঠে নামতে পারেন তরুণ প্রতিভাবান পেসার জোফ্রা আর্চার। বুধবার অনুশীলনে ৭ ওভার বল করে তেমন ব্যথা অনুভব করেননি আর্চার। যে কারণেই তাকে আজ খেলানোর সম্ভাবনা দেখছে ইংলিশরা। এ প্রসঙ্গে ইংল্যান্ডের সহকারী কোচ গ্রাহাম থর্প বলেন, ‘আর্চার খুব ভাল বল করেছে। মনে হলো তার ব্যথা কমে গেছে। দলের জন্য যা খুব ভাল খবর।’ দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে হেরে যায় ইংল্যান্ড। সেই ম্যাচে ইংল্যান্ডের হয়ে ৩৬ ওভার বল করেছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে কনুইয়ের ইনজুরিতে পড়েন ২৪ বছর বয়সী পেসার জোফ্রা আর্চার। যে কারণে দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। তবে আর্চারকে ছাড়াই গত দুই টেস্টে জয় তুলে নেয় ইংল্যান্ড। সিরিজ নির্ধারণী ম্যাচটা তাই বেশ গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছে ইংলিশরা। কেননা এই ম্যাচে ড্র করলেও যে সিরিজ নিশ্চিত করবে তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে খেলেছিলেন মার্ক উড। গত এক বছরের মধ্যে পোর্ট এলিজাবেথেই প্রোটিয়াদের হয়ে প্রথম কোন টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করেন তিনি। আজকের ম্যাচে অবশ্য তার খেলার সম্ভাবনা খুব কম। এ প্রসঙ্গে গ্রাহাম থর্প বলেন, ‘আমাদের শেষ পর্যন্ত মার্ক উডের অবস্থা দেখতে হবে। দীর্ঘ সময় ধরে ব্যাক টু ব্যাক টেস্ট ম্যাচে খেলা হয়নি তার। এ বিষয়টা তাই বেশ গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হবে।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ান্ডার্স স্টেডিয়ামে আজ এগিয়ে থেকেই লড়াইয়ে নামবে ইংল্যান্ড। তারপরও সিরিজ জিততে শেষ ম্যাচটাকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে তারা।
×