ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ কোপা ডেল’রে

শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ-বার্সিলোনা

প্রকাশিত: ১১:৩৬, ২৪ জানুয়ারি ২০২০

 শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ-বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ কোপা ডেল’রে ফুটবলের শেষ ষোলো নিশ্চিত করেছে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। তবে তৃতীয় সারির দুই প্রতিপক্ষের বিরুদ্ধে ঘাম ঝরাতে হয়েছে বিশ্ব ফুটবলের দুই জনপ্রিয় ক্লাবকে। বুধবার রাতে শেষ ৩২-এর ম্যাচে তৃতীয় সারির দল ইউনিওনিসটাসেরকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। গ্যালাক্টিকোদের হয়ে স্প্যানিশ ফুটবলার ব্রাহিম ডিয়াজ জোড়া গোল আর গ্যারেথ বেল করেন এক গোল। আর লিওনেল মেসির অনুপস্থিতিতে ইবিজাকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে বার্সিলোনা। কাতালানদের হয়ে দু’টি গোলই করেন ফরাসী ফরোয়ার্ড এ্যান্টোনিও গ্রিজম্যান। অন্যান্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভ্যালেন্সিয়া ১-০ গোলে লোগরোনেসকে ও টেনেরিফ লা লিগার ক্লাব রিয়াল ভ্যালাদোলিদেকে হারিয়েছে ২-১ গোলে। পরিষ্কার ব্যবধানে জিতলেও রিয়ালের জন্য ম্যাচটা ছিল অস্বস্তিকর। ১৮ মিনিটে গ্যারেথ বেলের গোলে এগিয়ে যায় জিনেদিন জিদানের দল। ইনজুরি ও অসুস্থতা কাটিয়ে মাঠে ফেরা বেল গত ১ সেপ্টেম্বরের পর এই প্রথম গোল পেয়েছেন। বিরতির পর ৫৭ মিনিটে অনেকটা একক প্রচেষ্টায় আলভারো রোমেরোর অসাধারণ গোলে ম্যাচে সমতা ফেরায় স্বাগতিক ইউনিওনিসটাস। যদিও তাদের এই উৎসব মাত্র পাঁচ মিনিট স্থায়ী ছিল। ৬২ মিনিটে ব্রাহিম ডিয়াজ গোল করে আরেকবার রিয়ালকে এগিয়ে নেন। ইনজুরি টাইমে (৯২ মিনিট) ব্রাহিম আরেক গোল করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে রিয়াল কোচ জিনেদিন জিদান বলেন, বেলের গোড়ালিতে আবারও হাল্কা আঘাত লেগেছে। তবে এখনই এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদের মতো বিশ্বের শীর্ষস্থানীয় ক্লাবের বিরুদ্ধে দল দু’টির মাঠে নামাই বড় প্রাপ্তি। যে কারণে ম্যাচে হারলেও দল দু’টির সমর্থকরা তাদের ফুটবলারদের লড়াকু পারফর্মেন্সে উচ্ছ্বসিত। খেলা শেষে তারা খেলোয়াড়দের অভিনন্দন জানান। ২০১৩ সালে নিজেদের অবস্থান জানান দেয়া ইউনিওনিসটাসের কাছে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। ইবিজার ইতিহাস তো আরও নতুন। ২০১৫ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হওয়ার পর তিন বছর আগেও তারা পঞ্চম টায়ারের দল ছিল। ইবিজার থেকে ৪৪ ধাপ ওপরে থাকা বার্সিলোনা কষ্টার্জিত জয় পেয়েছে। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হওয়ায় বার্সিলোনা ম্যাচে বিশ্রাম দিয়েছিল অধিনায়ক মেসিসহ অনেককে। যে কারণে দায়িত্বটা বর্তায় গ্রিজম্যানের কাঁধে। ইবিজাকে স্বপ্নের শুরু এনে দিয়েছিলেন পেপ কাবালে। জাভি পেরেজের ক্রস থেকে স্প্যানিশ এই মিডফিল্ডারের গোলে নয় মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ৭২ মিনিটে ফ্রেংকি ডি জংয়ের রিভার্স পাস থেকে গ্রিজম্যান বার্সাকে সমতায় ফেরান। অতিরিক্ত সময়ে (৯৪ মিনিট) বার্সাকে স্বস্তির জয় এনে দেয়া গোল উপহার দেন ফরাসী ফরোয়ার্ড। ম্যাচ শেষে বার্সিলোনা কোচ কিকে সেটিয়েন বলেন, গোল করে তাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। ওই মুহূর্তে আমরা কিছুটা নার্ভাস হয়ে পড়ি। বারবার তাদের কাছে পজিশন হারাতে থাকি। সবমিলিয়ে ম্যাচটা মোটেই সহজ ছিল না।
×