ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে কিংবদন্তি গোলকিপার সিজার

প্রকাশিত: ১১:৩০, ২৪ জানুয়ারি ২০২০

 বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে  কিংবদন্তি  গোলকিপার  সিজার

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন ব্রাজিলের কিংবদন্তি গোলকিপার জুলিও সিজার। বৃহস্পতিবার সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক তাকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরিয়ে দেখান। দুইদিনের সফরে বুধবার বাংলাদেশে আসেন সিজার। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রায় এক ঘণ্টা সময় কাটান এবং প্রতিটি অংশ ঘুরে দেখেন। জাদুঘর পরিদর্শনে জুলিও সিজারকে সহায়তা করেন সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এবং জাদুঘরের কিউরেটর সাবেক সচিব এনআই খান। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত তার এই বাসভবন সম্পর্কে বিভিন্ন তথ্য জানানো হয় এবং জাদুঘরের বিভিন্ন অংশের ইতিহাস সম্পর্কে কথা বলা হয়। জাদুঘর পরিদর্শন শেষে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করে জুলিও সিজার লেখেন, ‘এখানে আসতে পেরে অনেক ভাল লাগছে, ধন্যবাদ। এ সময় জুলিও সিজারের সঙ্গে ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে বাফুফে ভবনে যান জুলিও সিজার। এখানে বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়ার পাশাপাশি স্বাধীন বাংলা ফুটবল দলের সঙ্গে ফটোসেশন করেন।
×