ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিরপুরে পুলিশ সদস্যের আত্মহত্যা

প্রকাশিত: ১১:৩০, ২৪ জানুয়ারি ২০২০

 মিরপুরে পুলিশ সদস্যের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে পুলিশ লাইন্সে নিজের অস্ত্রের গুলিতে শাহ আব্দুল কুদ্দুস (৩২) নামে পুলিশের এক নায়েক আত্মহত্যা করেছেন। পুলিশ জানায়, পারিবারিক অশান্তির কথা জানিয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে পুলিশ মিরপুর ১৪ নম্বরে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) কার্যালয়ের পুলিশ ভ্যান থেকে তার বুকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। এদিকে বিকেলে তার লাশের ময়নাতদন্ত শেষে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে বলে মর্গ সূত্র জানায়। পিওএম উত্তরের উপকমিশনার নাজমুল হাসান জানান, কুদ্দুস ২০১২ সালে কনস্টেবল হিসেবে পুলিশে যোগদান করেন। তিনি মিরপুর ১৪ নম্বরে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) কার্যালয়ের নায়েক হিসেবে কর্মরত ছিলেন। সেখানে ব্যারাকেই থাকতেন। তার বাবার নাম মৃত শাহ মোঃ আবদুল ওয়াহাব। বিবাহিত কুদ্দুসের গ্রামের বাড়ি সিলেটের হবিগঞ্জের রসুলপুরে। ডিসি নাজমুল জানান, বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে ডিউটিতে যাওয়ার আগ মুহূর্তে নিজের নামে ইস্যু করা আগ্নেয়াস্ত্র (এসএমজি) দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন কুদ্দুস। কুদ্দুস আত্মহত্যার আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। পিওএম উত্তরের অতিরিক্ত উপকমিশনার (ফোর্স) নূরজাহান বেগম জানান, ভোর সাড়ে ৫টায় ডিউটিতে যাওয়ার জন্য অন্য সহকর্মীদের সঙ্গে রওনা হয়েছিলেন কুদ্দুস। সহকর্মীরা তাদের জন্য নির্ধারিত গাড়িতে উঠলেও কুদ্দুস উঠেনি। এরই ফাঁকে সবার অগোচরে সে তার অস্ত্রটি (এসএমজি) নিয়ে কার্যালয়ের ভেতরে একটু দূরে আরেকটি ফাঁকা গাড়িতে গিয়ে উঠে।
×