ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আদেশের কপি না দেয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টে তলব

প্রকাশিত: ১০:৪২, ২৪ জানুয়ারি ২০২০

  আদেশের কপি না দেয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টে তলব

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও ভ্রাম্যমাণ আদালতের আদেশের কপি না দেয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের ভারপ্রাপ্ত ইনচার্জ (নকল শাখা) মাসুকাতে রাব্বিকে তলব করেছে হাইকোর্ট। আগামী ৬ ফেব্রুয়ারি তাদের সশরীরে হাজির হতে বলা হয়েছে। অন্যদিকে দেশের ১৩টি অভিজাত ক্লাবে টাকার বিনিময়ে হাউজি, ডাইস ও তাস খেলা নিয়ে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়েছে। রায়ের জন্য ২৮ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও ভ্রাম্যমাণ আদালতের আদেশের কাপি না দেয়ায় দুই ম্যাজিস্ট্রেটকে তলব করেছে হাইকোট। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটকারীর পক্ষে ছিলেন এ্যাডভোকেট মোঃ আছরারুল হক। তাকে সহযোগিতা করেন এ্যাডভোকেট মোঃ আমিনুর রহমান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। সঙ্গে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল এমএমজি সরোয়ার পায়েল। এ্যাডভোকেট আছরারুল হক বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার আদেশের সার্টিফায়েড কপি না দেয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিয়েছে তাতে আদালত সন্তুষ্ট হননি। তাই ফের তাকে তলব করা হয়েছে। রাজউকের আইনজীবী আদালতকে জানান, আদেশের সার্টিফায়েড কপির জন্য জেলা ম্যাজিস্ট্রেটের ফরওয়ার্ডিং প্রয়োজন হয়। সেই ফরওয়ার্ডিং এখনও আসেনি। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের আদেশের সার্টিফায়েড কপি দেয়ার প্রক্রিয়া জানতে জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের ভারপ্রাপ্ত ইনচার্জ মাসুকাতে রাব্বিকে তলব করেছেন। এর আগে প্রথম গত বছরের ১৭ ডিসেম্বর জেসমিন আক্তারকে তলব করে হাইকোর্ট। একইসঙ্গে প্রকল্প উপদেষ্টা লিমিটেড নামের প্রতিষ্ঠানটিকে করা এক লাখ টাকার জরিমানার আদেশের ওপর স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেয়া হয়েছে। প্রকল্প উপদেষ্টা লিমিটেডের কারিগরি পরিচালক মনিরুজ্জামানের করা এক রিট আবেদনে এ আদেশ দেয়া হয়েছে। গত বছরের ১৪ নবেম্বর রাজউকের ভ্রাম্যমাণ আদালত প্রকল্প উপদেষ্টা লিমিটেড নামের একটি কনসাল্টিং, আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করে। ওইদিনই জরিমানার টাকা আদায় করে নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ১৩ ক্লাবে হাউজি খেলা নিয়ে রায় ২৮ জানুয়ারি দেশের ১৩টি অভিজাত ক্লাবে টাকার বিনিময়ে হাউজি, ডাইস ও তাস খেলা নিয়ে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়েছে। রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে ২৮ জানুয়ারি। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোঃ মাহমুদ হোসেন তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেছেন।
×