ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুদীপ্তা ঘোষ

নষ্ট চিন্তা

প্রকাশিত: ০৯:৪৭, ২৪ জানুয়ারি ২০২০

 নষ্ট চিন্তা

আজও রাম রহিমেরা শুয়ে থাকে পাশাপাশি, একই শানকিতে সকালে নাস্তা, দুপুরে ভাত, রহিমের মা চিতকার করে ডাকে, ওরে রাম বাপ, খেয়ে নেরে ভাত, ভাতের কি জাত আছে বাপ? তবু দূটো শরীরের এক চিলতে ফাঁক দিয়ে, বার বার ঢুকে যায় বিষধর সাপ। এ এক অদ্ভুত পচন সময়! নষ্ট সময়, নষ্ট চিন্তা, নষ্ট বিশ্বাস নিয়ে কেউ কেউ মেতে থাকে ঘৃণ্য খেলায়!
×