ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৯:৩৭, ২৪ জানুয়ারি ২০২০

টুকরো খবর

সাত লাখ টাকা নিয়ে শ্রমিক নেতা উধাও নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৩ জানুয়ারি ॥ সংগঠনের টাকা নিয়ে চট্টগ্রামের পটিয়ায় এক শ্রমিক নেতা উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মুসলেম উদ্দিনের পুত্র শ্রমিক নেতা শহীদুল ইসলাম সেকু (৪৫) প্রায় ১৮ দিন ধরে উধাও রয়েছেন। সেকু কোথায় রয়েছেন তা পুলিশ কিংবা পরিবারের কেউ নিশ্চিত হতে পারেনি। পটিয়া অটো টেম্পো সিএনজি পরিবহন শ্রমিক কল্যাণ সংগঠনের প্রায় সাত লাখ টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনায় পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের হিলচিয়া গ্রামের মৃত আহমদ কবিরের পুত্র সংগঠনের সভাপতি বদিউল আলম (৪২) বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বশ্বর সিংহয়ের আদালতে এ মামলাটি করেছেন। আল্লাহর দলের তিন সদস্য গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৩ জানুয়ারি ॥ রংপুর র‌্যাব ১৩ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আল্লাহর দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। বুধবার রাতে গাইবান্ধার ফুলছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রংপুর র‌্যাবের মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেফতারকৃত হলো ফুলছড়ি ধনারপাড়া এলাকার মন্টু মিয়ার পুত্র নুরে আলম ওরফে সাজু একই উপজেলার বাসুদেব আরিফ খা এলাকার মৃত আঃ বাকী খন্দকারের পুত্র মোঃ সোহরাব খন্দকার ও গাইবান্ধা সদরের কাজীমুদ্দিনের পুত্র মোঃ জহুরুল ইসলাম। টেকসই ফসলের জাত উদ্ভাবনে প্রশিক্ষণ বাকৃবি সংবাদদাতা ॥ বায়োটেকনোলজি পদ্ধতি ব্যবহারের মাধ্যমে টেকসই ও ঘাতসহনশীল ফসলের জাত উদ্ভাবন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) সেমিনার কক্ষে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিনার মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বিনার প্রশাসন ও সাপোর্ট সার্ভিস বিভাগের পরিচালক ড. মোঃ আজগার আলী সরকার, গবেষণা পরিচালক ড. হোসনেয়ারা বেগম, প্রশিক্ষণ ও পরিকল্পনা বিভাগের পরিচালক ড. মোঃ জাহাঙ্গীর আলম। দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সংবাদদাতা, সাভার, ২৩ জানুয়ারি ॥ আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়ির ২ হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার জিরাবোর দেওয়ানবাগ ও ফুলবাগান এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। । জানা গেছে, এদিন সকাল থেকে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকার প্রায় ২ হাজার পরিবারের মধ্যে দেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। তিতাস কর্তৃপক্ষ ওই এলাকার মূল সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবহার করা পাইপ, রাইজারগুলো খুলে নেয়। চবি ছাত্রলীগের অবরোধ ॥ আটক ২০ চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশের ডাকা লাগাতার অবরোধ চলছে। বুধবার ছাত্রলীগের দুটি উপগ্রুপ বিজয় ও সিএফসির মধ্যে সংঘর্ষ কেন্দ্র করে এ অবরোধের ডাক দেয় উপগ্রুপ বিজয়। জানা যায়, চলমান অস্থিরতাকে কেন্দ্র করে বুধবার গভীর রাতে কয়েকটি হল থেকে আটক করা হয়েছে ২০ ছাত্রলীগ কর্মীকে। অবরোধের প্রথম দিন বৃহস্পতিবার শহর থেকে শাটল ট্রেন ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসতে পারেনি। বেলা ১২টার দিকে অবরোধের সমর্থনে একটি ঝাড়ু মিছিল বের করার চেষ্টা করা হয়। তবে প্রশাসনের বাধার মুখে সেটি বেশিদূর এগোতে পারেনি। এদিকে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।
×