ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় নৈশপ্রহরী হত্যার রহস্য উদ্ঘাটন

প্রকাশিত: ০৯:৩৭, ২৪ জানুয়ারি ২০২০

 কুমিল্লায় নৈশপ্রহরী হত্যার রহস্য উদ্ঘাটন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৩ জানুয়ারি ॥ ‘সানাউল্লাহ এবং মোয়াজ্জেম। দুজনেই ব্যাটারি চালিত অটোরিক্সা চালক। গত ১২ জানুয়ারি রাতে চা খাওয়ার জন্য নৈশপ্রহরী নাছিরের দোকানে যায় সানাউল্লাহ। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল মোয়াজ্জেম। সম্প্রতি সানাউল্লাহ প্রতিবন্ধী এক কিশোরীর সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্কের কারণে সামাজিক বিচারে জরিমানা দেয়। এ নিয়ে ওইদিন তাকে তিরস্কার করে নৈশপ্রহরী নাছির উদ্দিন। এতে ক্ষিপ্ত হয়ে মোয়াজ্জেমের সহায়তায় দোকানে থাকা বটি দিয়ে নাছিরের মাথায় কোপ দেয়। এ সময় আত্মরক্ষার্থে নাছির দৌড়ে মহাসড়কে ছুটে যায় এবং গাড়ি চাপায় সে ঘটনাস্থলে মারা যায়। সারারাত নাছিরের মৃতদেহের উপর দিয়ে গাড়ি চলার কারণে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে রাস্তায় ছড়িয়ে পড়ে নাছিরের শরীরের বিভিন্ন অংশ।’ নৈশপ্রহরী নাছির উদ্দিনের দুই ঘাতককে গ্রেফতারের পরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর এমন তথ্য। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুমিল্লা পুলিশ সুপার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এদিকে ঘটনার সঙ্গে জড়িত দুই ঘাতক গ্রেফতার হওয়ায় নিহতের পরিবারসহ এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
×