ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন ॥ স্বামী আটক

প্রকাশিত: ০৯:৩৪, ২৪ জানুয়ারি ২০২০

 পঞ্চগড়ে যৌতুকের জন্য গৃহবধূকে  নির্যাতন ॥  স্বামী আটক

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ যৌতুকের জন্য পাষন্ড স্বামীর নির্মম নির্যাতনের শিকার এক গৃহবধূ হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সেখানে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়া হচ্ছে। স্বামী ও তার পরিবারের নানা হুমকি-ধমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে ওই গৃহবধূ। এ ঘটনায় পাষন্ড স্বামীকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগে জানা যায়, পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকার মোস্তফার মেয়ে লিপি আকতারের (৩০) সঙ্গে ১৭ বছর আগে একই এলাকার আফসার আলীর ছেলে বিপ্লবের বিয়ে হয়। বিয়েতে বিপ্লবের পরিবারের চাহিদা অনুযায়ী টাকাসহ বিভিন্ন উপহার সামগ্রী যৌতুক হিসেবে লিপির বাবা প্রদান করে। বিয়ের পর প্রথম প্রথম স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লিপি আকতারের সঙ্গে ভাল ব্যবহার করে। এরইমধ্যে লিপির একটি ছেলে সন্তান জন্ম হয়। বর্তমানে তার বয়স ১৪ বছর। কিন্তু এই সুখ লিপি আকতারের ভাগ্যে বেশিদিন স্থায়ী হয়নি। গত কিছুদিন ধরে যৌতুকের জন্য লিপি আকতারকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। নির্যাতন সইতে না পেরে স্বামীর দাবি অনুযায়ী বাবার কাছ থেকে দুই লাখ টাকা এনে লিপি তার স্বামীকে দেয়। এরপরও যৌতুকলোভী বিপ্লব আরও দুই লাখ টাকার জন্য চাপ দিতে শুরু করে। এতে লিপি রাজি না হওয়ায় তার ওপর নির্যাতন শুরু করে বিপ্লব ও তার পরিবারের লোকজন। দু’দিন আগে স্বামীসহ পরিবারের কয়েকজন মিলে লিপিকে বেধড়ক মারপিট করার এক পর্যায়ে বঁটি দিয়ে শরীরে কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় লিপিকে ঘরে তালা দিয়ে আটকে রাখে। লিপির আর্তনাদে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে দেয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
×