ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারকে ভোগাচ্ছে আর্থিক প্রতিবেদনও

প্রকাশিত: ০৯:১৩, ২৪ জানুয়ারি ২০২০

 শেয়ারবাজারকে  ভোগাচ্ছে আর্থিক প্রতিবেদনও

অর্থনৈতিক রিপোর্টার ॥ আর্থিক খাতের বিশৃঙ্খলার পাশাপাশি আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতার অভাব শেয়ারবাজারকে ভোগাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন। আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভের (জিআরআই) সহযোগিতায় বৃহস্পতিবার ডিএসইর ট্রেনিং একাডেমি আয়োজিত ‘আন্ডারস্ট্যান্ডিং কর্পোরেট ইমপ্যাকট থ্র ডিসক্লোজার’ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ইমন বলেন, আজকে বাজার যে পরিস্থিতিতে আছে, তাতে সহায়ক শক্তিগুলো খুবই প্রয়োজন। আর্থিক খাতের বিশৃঙ্খলার পাশাপাশি আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতার জায়গায় ভয়াবহ সাফার (ভোগা) করছি। ভাল মানের আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) বলে কিছু নেই। ভাল আর্থিক প্রতিবেদনই ভাল মানের আইপিও দিতে পারে। তিনি বলেন, আন্তর্জাতিক রিপোর্টেও (আর্থিক প্রতিবেদন) সঙ্গে আমাদের রিপোর্টের পার্থক্য অনেক বেশি। শ্রীলঙ্কায় দেখেছি তাদের স্ট্যান্ডার্ড অনেক আপগ্রেড (আধুনিক) এবং তাদের আইপিও প্রসেসিং স্টক এক্সচেঞ্জের মধ্যে সীমাবদ্ধ। তারা সক্ষমতা অর্জন করেছে বলে এটা করতে পারে। কিন্তু আমরা সেই সক্ষমতা অর্জন করতে পারিনি। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আইপিও আসার পরে এগুলো (আর্থিক প্রতিবেদনের অসঙ্গতি) নিয়ে কথা বলে আর আইপিওকে বাঁচানো যায় না। তাই আইপিও আসার আগেই সাংবাদিকদের বিশ্লেষণ করে প্রতিবেদন করতে হবে। তাহলে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং স্টক এক্সচেঞ্জ উপকৃত হবে। সেই সঙ্গে বিনিয়োগকারীরা ওই আইপিও সম্পর্কে সচেতন হতে পারেন।
×