ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেশে ফার্নিচার খাতের বাজার ২৫ হাজার কোটি টাকার

প্রকাশিত: ০৯:১০, ২৪ জানুয়ারি ২০২০

 দেশে ফার্নিচার খাতের বাজার ২৫ হাজার কোটি টাকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে ফার্নিচার খাতের বাজার ২৫ হাজার কোটি টাকার। তবে কর সহায়তা এবং দক্ষতা বাড়ানো গেলে বিশ্ববাজারের বড় অংশ দখলে নিতে পারে বাংলাদেশ। ফার্নিচার খাত নিয়ে এসএমই ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বুধবার এসএমই ফাউন্ডেশনের সভাকক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলামের সভাপতিত্বে এক সভায় গবেষকরা এসব তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বে ৪৮ হাজার ৭০ কোটি ডলারের ফার্নিচারের বাজারের ৩১ দশমিক সাত ভাগই চীনের দখলে। ২০২৫ সালে বিশ্বে ফার্নিচার খাতের বাজার হতে পারে ৬৫ হাজার ৪৬০ কোটি ডলারের। গত অর্থবছরে মাত্র ৭ কোটি ৪৭ লাখ ডলারের ফার্নিচার রফতানি করেছে বাংলাদেশ, যা বাংলাদেশের মোট রফতানির ০.১৮ ভাগ। তবে ইতিবাচক দিক হলো গত অর্থবছরে দেশের মোট রফতানি ১০.৫৫ ভাগ বাড়লেও ফার্নিচার রফতানি বেড়েছে ১৮.৫২ ভাগ। আর ২০২২ সালে দেশের ফার্নিচার রফতানি ১০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। গবেষকদের মতে, কর কাঠামো পুনর্বিবেচনা, উদ্যোক্তাদের ঋণ সহায়তা, আলাদা ফার্নিচার শিল্প পার্ক প্রতিষ্ঠা, ভ্যাট কাঠামো সহজ করা এবং এ খাতের উদ্যোক্তা ও কর্মীদের দক্ষতা বাড়ানো গেলে চীনের দখলে থাকা ফার্নিচার বাজারের একটা বড় দখলে নিতে পারে বাংলাদেশ।
×