ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বিসিকের শতরঞ্চি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯:১০, ২৪ জানুয়ারি ২০২০

নীলফামারীতে বিসিকের শতরঞ্চি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) শিল্প নগরীতে দুই মাসব্যাপী ৬০ প্রশিক্ষণার্থীদের মাঝে শতরঞ্চি প্রশিক্ষণ কোর্সগুলোর সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শতরঞ্চি শিল্পের উন্নয়ন রংপুর-২য় পর্যায়ের প্রকল্পের আওতায় ৩টি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। নীলফামারী বিসিক শিল্প সহায়ক কেন্দ্রের উপ-ব্যবস্থাপক হুসনে আরা খাতুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, শতরঞ্চি প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প কর্মকর্তা বিসিক রংপুরের উপব্যবস্থাপক এহছানুল হক, কোর্স সমন্বয়কারী সৈয়দপুর বিসিক শিল্প নগরীর কর্মকর্তা নুরুল হক, প্রকল্পের হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল বাকী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি হামিদুর রহমান প্রমুখ। এ সময় প্রশিক্ষণ গ্রহণকারীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষণটি অত্যন্ত যুগোপযোগী ও এটি জেলার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নসহ জেলার কুটির শিল্পে সহায়ক উন্নয়ন ভূমিকা পালন করবে। এছাড়াও মানসম্পন্ন শতরঞ্চি তৈরি করতে পারলে বাজারজাত করণে যেমন সহজতর হবে তেমনি নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। বাজারজাত করণে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতাসহ নীলফামারীতে শতরঞ্চি পল্লী গড়ে তোলার ব্যাপারেও আশ্বাস দেন।
×