ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুরে র্যাবের অভিযানে জঙ্গি সংগঠন আল্লাহর দলের ৩ জন সক্রিয় সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৮:৪৬, ২৩ জানুয়ারি ২০২০

 রংপুরে র্যাবের অভিযানে জঙ্গি সংগঠন  আল্লাহর দলের ৩ জন সক্রিয় সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ রংপুর র্যাব ১৩ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। বুধবার রাতে গাইবান্ধার ফুলছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রংপুর র্যাবের মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। র্যাব সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি বিশেষ আভিযানিক দল বুধবার রাতে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চন্দিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য ফুলছড়ি ধনারপাড়া এলাকার মন্টু মিয়ার পুত্র মোঃ নুরে আলম ওরফে সাজু (৩৪) একই উপজেলার বাসুদেব আরিফ খা এলাকার মৃত আঃ বাকী খন্দকারের পুত্র মোঃ সোহরাব খন্দকার (৩৪) ও গাইবান্ধা সদরের মোঃ কাজীমুদ্দিনের পুত্র মোঃ জহুরুল ইসলাম (৫০)কে গ্রেফতার করে। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অভিযুক্তরা জানায় যে, তারা ২০০৬ সাল থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আল্লাহর দল” এর গাইবান্ধা অঞ্চলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গোপন বৈঠকে অংশগ্রহণ এবং সংগঠনের জন্য সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করতো। তাদের সহযোগী অন্যান্যের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে।
×