ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হালদা নদীকে "বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ" ঘোষণার সিদ্ধান্ত

প্রকাশিত: ০১:৩৮, ২৩ জানুয়ারি ২০২০

হালদা নদীকে

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক নির্ধারিত হালদা নদীকে “বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ” ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত হয়েছে। এ উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের নেতৃত্বে হালদা নদীর দুই পাড়ের উপজেলাগুলোতে স্টেকহোল্ডার কনসালটেশন মিটিং অনুষ্ঠিত হয়। এই ঘোষণার মধ্য দিয়ে হালদা নদী রক্ষা কমিটির বিগত ১৫ বছরের অন্দোলনের আরেকটি সফলতা যুক্ত হল। হালদা নদী রক্ষা কমিটির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, হালদা পাড়ের জনগণ এবং সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী বিশেষজ্ঞ ড. এম মঞ্জুরল কিবরিয়া।
×