ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা

ক্ষতিগ্রস্তদের নামে বরাদ্দ টাকার হিসাব দাবি

প্রকাশিত: ১০:৫১, ২৩ জানুয়ারি ২০২০

 ক্ষতিগ্রস্তদের নামে  বরাদ্দ টাকার হিসাব দাবি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ হোস্ট কমিউনিটির জন্য বরাদ্দ করা অর্থ সঠিকভাবে খরচ হচ্ছে না। রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক এনজিও থেকে স্থানীয় জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত প্রায় ২০ হাজার কোটি টাকার বেশির ভাগই অপচয় হচ্ছে আর কিছু সরকারী কর্মকর্তার অফিস ভবন সজ্জিত হচ্ছে। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের স্থানীয় মানুষের কোন উপকার হচ্ছে না। তাই হোস্ট কমিউনিটির জন্য বরাদ্দ করা টাকার সঠিক হিস্যা দাবি করছি এবং সেটা কোথায় কিভাবে খরচ হচ্ছে সেটাও জনগণ দেখতে চায়। আমরা কক্সবাজারবাসীর ব্যানারে বুধবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন সমাবেশ থেকে বক্তারা এসব কথা বলেন। স্থানীয় নাগরিকরা বলেন, রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের মানুষ এখন মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। নিত্যপণ্যসহ সব ধরনের খাদ্য দ্রব্যের দাম বেড়েছে ৩ গুণ। শ্রমিকরা কর্ম হারিয়েছে। সাগরে মাছের আকাল দেখা দিয়েছে। লেখাপড়ার ক্ষতি হচ্ছে পরিবেশ বিপন্ন হচ্ছে। সব মিলিয়ে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উখিয়া টেকনাফসহ জেলায় সর্বস্তরের মানুষ। কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এনজিওদের বাজেট থেকে শতকরা ২৫ ভাগ খরচের বাধ্যতামূলক হলেও সেটা নিয়ে চরম টালবাহানা করা হচ্ছে। কিছু সরকারী কর্মকর্তাদের অফিস ভবন সজ্জিত করে এবং কিছু লোক দেখানো মিটিং সমাবেশ করে সেই টাকার বেশির ভাগ লুটপাট করা হচ্ছে তাই আমাদের দাবি হোস্ট কমিউনিটির প্রায় ২০ হাজার কোটি টাকা দিয়ে রাস্তাঘাট ব্রিজ মেরামত করা দরকার। সব বাজেট উন্মুক্ত করার ও দাবি জানিয়ে বক্তারা আগামী এক মাসের মধ্যে কক্সবাজারের প্রধান সমস্যা সড়ক সংস্কারসহ কক্সবাজারের সার্বিক উন্নয়নে দৃশ্যমান কাজের দাবি জানান। আমরা কক্সবাজারবাসীর সমন্বয়ক কলিম উল্লাহর সভাপতিত্বে ও সমন্বয়ক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার, মোহাম্মদ আলী, মোহাম্মদ শাহজাহান, সমীর পাল, দীলিপ দাশ ও কামাল উদ্দিন রহমান পেয়ারো।
×