ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খাগড়াছড়িতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

প্রকাশিত: ১০:৫০, ২৩ জানুয়ারি ২০২০

  খাগড়াছড়িতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার  দায়ে স্বামীর মৃত্যুদন্ড

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ যৌতুকের জন্য স্ত্রী কোহিনূর বেগমকে (৩৫) গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী শাহ আলমকে (৪৬) মৃত্যুদন্ড দিয়েছে আদালত। বুধবার খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল বিচার রেজা মোঃ আলমগীর হাসান এ রায় দেন। একই সঙ্গে আদালত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে। আদালত সূত্র জানায়, বিয়ের পর থেকে যৌতুক লোভী স্বামী শাহ আলম তার স্ত্রীর ওপর প্রায় নির্যাতন চালাত। এ নিয়ে স্বামী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলাও হয়। পরে আসামির অঙ্গীকার নামার মাধ্যমে মামলা প্রত্যাহার হলে আবারও যৌতুকের জন্য কোহিনুর বেগমের নির্যাতন শুরু হয়। তারই ধারাবাহিকতায় ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে রোজার দিনে ক্লান্ত হয়ে শুয়ে থাকা কোহিনুর বেগমের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং শাহ আলম এ সময় সে ঘরের দরজা বন্ধ করে দেয়। কুষ্টিয়ায় বৃদ্ধের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ দায়ে এক বৃদ্ধের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এই প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ওই বৃদ্ধের নাম আনসার আলী (৭০)। সে কুমারখালী উপজেলার হোগলা গ্রামের বাসিন্দা। সূত্র জানায়, ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার হোগলা গ্রামের এক মাঠে ছাগল তাড়াতে গেলে বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরীকে আসামি আনাসার আলী প্রলোভন দেখিয়ে জোরপূর্বক গম খেতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে কুমারখালী থানায় আনসার আলীর বিরুদ্ধে একটি মামলা করেন।
×