ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে তিন ইটভাঁটিতে অভিযান ॥ ৩০ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১০:৪৭, ২৩ জানুয়ারি ২০২০

 নারায়ণগঞ্জে তিন ইটভাঁটিতে অভিযান ॥ ৩০ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বন্দরে তিনটি ইটভাঁটিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ত্রিশ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুইটি ইটভাঁটি ভেঙ্গে উৎপাদনসহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলামের নেতৃত্বে বুধবার দুপুর বারোটা থেকে বিকেল পর্যন্ত উপজেলার দাসেরগাঁও ও লক্ষণখোলা এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতর, জেলার উপ-পরিচালক সাঈদ আনোয়ারসহ র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা। ইটভাঁটিগুলো হলো- দাসেরগাঁও এলাকার মা-বাবা ব্রিকস, একই এলাকার ভাই ভাই ব্রিকস ও লক্ষণখোলা এলাকার হোম ব্রিকস। পরিবেশ অধিদফতরের ঢাকা এনফোর্সমেন্ট বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলাম জানান, বিধিনিষেধ অমান্য করে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত মা-বাবা ব্রিক ফিল্ডকে গত বছরের ৪ ডিসেম্বর তিন লাখ টাকা জরিমানাসহ ভেঙ্গে দেয় ভ্রাম্যমাণ আদালত। তারপরেও নির্দেশ ভঙ্গ করে পুনরায় অবৈধভাবে পরিচালনার অপরাধে এই প্রতিষ্ঠানকে বিশ লাখ টাকা জরিমানাসহ ভেঙ্গে দেয়া হয়েছে। এর পার্শ্ববর্তী প্রতিষ্ঠান ভাই ভাই ব্রিকসকে অবৈধভাবে মাটি ব্যবহারের অভিযোগে পাঁচ লাখ টাকা এবং লক্ষণখোলায় সিটি কর্পোরেশন এলাকায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাড়পত্রবিহীন পরিচালিত ইটভাঁটি হোম ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানাসহ ভেঙ্গে বন্ধ করে দেয়া হয় সকল কার্যক্রম।
×