ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিলয় সিমেন্ট কারখানায় উৎপাদন শুরু

প্রকাশিত: ১০:৪৩, ২৩ জানুয়ারি ২০২০

  নিলয় সিমেন্ট কারখানায়  উৎপাদন শুরু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ বলেছেন, দেশের দ্বিতীয় বাণিজ্যিক রাজধানী হবে যশোর। কারণ যশোরে সব সম্ভাবনা রয়েছে। স্থল, নৌ, বিমান যোগাযোগের পাশাপাশি অবস্থানগত কারণে যশোর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশের দক্ষিণ-উত্তর অঞ্চলের উন্নয়নের ধারায় যশোর দ্বিতীয় রাজধানী হওয়ার সম্ভাবনা বেশি। সেই সম্ভাবনাকে সামনে রেখেই আমরা কাজ করছি। আমরাও চাই যশোরই হোক দ্বিতীয় বাণিজ্যিক রাজধানী। বুধবার সকালে যশোরের বসুন্দিয়ায় নিলয় সিমেন্ট কারখানার উৎপাদন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আবদুল মাতলুব আহমেদ আরও বলেন, ছয় বছর পর নিলয় সিমেন্ট কারখানায় উৎপাদন শুরু হলো। শ্রমিকরা সঠিকভাবে কারখানা সংরক্ষণ করায় সহজেই উৎপাদনে যাওয়া সম্ভব হলো। এই কারখানায় প্রতিদিন ছয় হাজার ব্যাগ সিমেন্ট উৎপাদন সম্ভব হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিনের কথার ভারপ্রাপ্ত সম্পাদক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবীবুল আহসান প্রমুখ। প্রসঙ্গত, ১৯৯৬ সালে ভারতের টাটা কোম্পানির সঙ্গে যৌথভাবে এই কারখানা উৎপাদন শুরু করে। কিন্তু ৬ বছর আগে কারখানাটি বন্ধ হয়ে যায়। এরপর সেটি কিনে নেয় নিটল নিলয় গ্রুপ। এরপর বুধবার থেকে উৎপাদন শুরু হলো। নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ জানান, এই সিমেন্টের কোন ডিলার দেয়া হবে না। ক্রেতারা সরাসরি এখন থেকে সিমেন্ট কিনে নিয়ে যাবেন।
×